#মুম্বই: করোনা সংক্রমণের মধ্যেই রাম মন্দিরের ভূমি পুজোর আয়োজন নিয়ে এবার প্রশ্ন তুললেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে৷ তাঁর প্রস্তাব, মন্দির চত্বরে ভিড় না করে অনলাইনে গোটা পুজোর অনুষ্ঠানের সম্প্রচার করা হোক৷ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর প্রশ্ন, লক্ষ লক্ষ রাম ভক্ত যদি ভূমি পুজো দেখার জন্য ভিড় করেন, তাহলে তাঁদের কি আটকাবে প্রশাসন? কটাক্ষের সুরে তিনি বলেছেন, 'তাহলে কি আমরা করোনা মহামারি ছড়িয়ে দেওয়ারই অনুমতি দিচ্ছি?'
আগামী ৫ অগাস্ট রাম মন্দিরের নির্মাণ কাজের শিলান্যাস হওয়ার কথা৷ সেই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজোতে উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে৷
দলীয় মুখপত্র 'সামনা'-তে দেওয়া এক সাক্ষাৎকারে উদ্ধব ঠাকরে বলেছেন, 'অনলাইনে এই ভূমি পুজো দেখানোর ব্যবস্থা করাই যেত৷ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সবাই তাতে যোগ দিতেন৷ এটা একটা আনন্দের অনুষ্ঠান, লক্ষ লক্ষ মানুষ তাতে যোগ দিতে চাইবেন৷ তাহলে কি করোনা ভাইরাস ছড়ানোর অনুমতি দেওয়া হচ্ছে?'
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী আরও বলেন, 'এটা কোনও সাধারণ মন্দির নয়৷ এখন আমরা করোনা ভাইরাস অতিমারির সঙ্গে লড়াই করছি এবং যে কোনও ধরনের ধর্মীয় সমাবেশ নিষিদ্ধ৷ আমি অযোধ্যায় যেতেই পারি, কিন্তু লক্ষ লক্ষ রাম ভক্তের কি হবে? তাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই পুজোর আয়োজন করা যেতেই পারে৷'
উদ্ধব ঠাকরে মনে করিয়ে দিয়েছেন, শেষবার যখন তিনি অযোধ্যায় গিয়েছিলেন তখন সবে করোনা সংক্রমণ ছড়াতে শুরু করেছিল৷ তা সত্ত্বেও তাঁকে সরযু নদীর তীরে আরতি করতে দেওয়া হয়নি৷ক্ষমতায় আসার পর ১০০ দিন পূর্ণ হওয়ায় গত মার্চ মাসে অযোধ্যায় গিয়েছিলেন উদ্ধব ঠাকরে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ayodhya, Coronavirus, Ram Mandir