হাল ছেড়ো না বন্ধু.... এই ট্যাগ লাইন কে জীবনের মন্ত্র করে এগিয়ে চলেছে উত্তর কলকাতা উদয়ের পথের সদস্যরা। করোনা আবহে যখন সামাজিক দূরত্বের রোগ ছড়িয়ে পড়ছে তখন শারীরিক দূরত্ব রেখে সামাজিকভাবে আরো কাছে আসার নজির গড়েছে টিম উদয়ের পথে। কোভিড হন বা নন কোভিড, সিনিয়র সিটিজেনদের যেকোনো সমস্যায় রাতদিন সাতদিন পাশে উদয়ের পথে।
উত্তর কলকাতা হেদুয়া্র "উদয়ের পথে " সকলেরই চেনা নাম। যেকোনো সামাজিক কাজে মানুষের পাশে এসে দাঁড়ানোটা উদয়ের পথের সদস্যদের যেন অভ্যাস হয়ে গেছে। সামাজিক দূরত্বের বিধি মানতে গিয়ে কোভিড পরিস্থিতিতে যখন সমাজের একটা অংশ ক্রমশ অমানবিক হয়ে পড়ছে তখনই আপনার পাশে উত্তর কলকাতা উদয়ের পথে।
সোশ্যাল সাইট থেকে পোস্টার-ব্যানারে সদস্যদের ফোন নাম্বার দিয়ে রাতদিন সাতদিন পাশে থাকার আশ্বাস। সিনিয়র সিটিজেনদের যে কোনো সমস্যায় শুধু একটা ফোন কলের অপেক্ষায় উদয়ের পথে সদস্যরা। প্রাক্তন বাংলা দলের ক্রিকেটার ও কোচ উৎপল চট্টোপাধ্যায় বলেন, ‘কোভিড নিয়ে সমাজে যে ছ্যুৎমার্গ হয়েছে তার বিরুদ্ধেে আমাদের লড়াই।
ক্রিকেটার ডেভিড দা একা নন। সমাজের সব স্তরের গুনী ব্যক্তিরা এগিয়ে এসেছেন উদয়ের পথে এই সামাজিক প্রচেষ্টায়। রয়েছেন চিকিৎসক থেকে শুরু করে সমাজের নানান স্তরের গুণী মানুষেরা। ২৪ ঘন্টা যেকোন সময়ে..... 9830173814/9830069331/9830050960 নম্বর গুলিতে ফোন করলেই মিলবে সাহায্য৷ ফোন কল এলে পেয়ে যাবেন প্রয়োজনীয় পরামর্শ।আপনার প্রয়োজনীয় ওষুধ থেকে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে যাবে আপনার দরজায়। ঠিক কিভাবে পরিষেবা দিচ্ছে বা কি ধরনের পরিষেবা দিচ্ছে এই উদয়ের পথে?
*কোভিড ১৯ এর কোন রকম লক্ষণ ?? সে সম্পর্কে নাগরিকদের বুঝিয়ে বলা।
*আক্রান্ত পরিবারের দৈনন্দিন পরিষেবা প্রদান করা।
*হাসপাতলে ভর্তি সম্পর্কিত যেকোন তথ্য দিয়ে সাহায্য করা।
*অ্যাম্বুলেন্স প্রয়োজন হলে তার যথাযথ ব্যবস্থা করা।
*কোভিড নন এমন বয়স্ক নাগরিকদের জন্য প্রয়োজনীয় ওষুধ থেকে নিত্যপ্রয়োজনীয় বাজার পৌঁছে দেওয়া।
উদয়ের পথে র সম্পাদক অমিত চক্রবর্তী বলেন, শুধু কলকাতা বা রাজ্য নয় বিদেশ থেকেও টেলিফোনেে সাহায্য চাওয়া হচ্ছে। সহযোগী সংগঠনের মাধ্যমে আমরাা জেলাতে সাহায্য পৌঁছেে দিচ্ছি। আর কলকাতায় আমাদের সদস্যরা পৌঁছে যাচ্ছেন সাহায্যপ্রার্থীর কাছে।
ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে উত্তর কলকাতা উদয়ের পথে। সোশ্যাল সাইট এর ফোন নাম্বার দেখে অনেকেই ফোন করছেন দিনরাত।এ পর্যন্ত ১৫ জন কোভিড রোগীকে ভর্তি করার ব্যবস্থা করেছে উদয়ের পথে। তার মধ্যে দুজন করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেও এসেছেন। দিশা ফর ক্যান্সার নামে উদয়ের পথে সহযোগী সংগঠনের মাধ্যমে রোগী ও তার পরিবারদের কাউন্সেলিং করার ব্যবস্থা করছে সংস্থা।
উত্তর কলকাতা উদয়ের পথে শুধু কলকাতার মধ্যে সীমাবদ্ধ নয় কলকাতার বাইরে শহরতলি- সোনারপুর, বারুইপুর, কোন্নগর, সিঙ্গুর ও শ্রীরামপুরে এরা পরিষেবা দিচ্ছেন সহযোগী সংগঠনের মাধ্যমে।
BISWAJIT SAHA
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Kolkata