#কলকাতা: করোনার জেরে স্তব্ধ সবকিছুই ৷ অধিকাংশ সংস্থাই অনেক লোকসানের সম্মুখীন হয়েছে ৷ বিশ্বের সবচেয়ে বড় অ্যাপ ক্যাব সংস্থা উবেরও সেই তালিকার মধ্যেই পড়ে ৷ গত দু’মাস ধরে ভারতেও বন্ধ অ্যাপ ক্যাব পরিষেবা ৷ বর্তমানে পরিষেবা ধীরে ধীরে শুরু হলেও সংস্থার ক্ষতির পরিমাণ এতটাই বেশি যে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতেই বাধ্য হয়েছে উবের ৷
এর আগে তিন হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করেছিল সংস্থা ৷ এবার শুধুমাত্র ভারতেই ৬০০ জন কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করল উবের ৷ এ দেশে সংস্থার মোট কর্মীর যা প্রায় ২৫ শতাংশ ৷ ড্রাইভার এবং রাইডার সাপোর্টের পাশাপাশি অন্যান্য অনেক কাজের জন্য উবের ইন্ডিয়ার কর্মীরা কাজ করেন ৷ উবেরের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা সংস্থার ফুল টাইম কর্মী, তাঁদের মধ্যেই ৬০০ জনকে ছাঁটাই করা হচ্ছে ৷ ড্রাইভারদের নয় ৷ ভারতে মোট কতজন সংস্থার ড্রাইভার রয়েছেন, তা নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি উবের ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Uber, Uber India