Coronavirus| সিউড়ির আইসোলেশন ওয়ার্ড থেকে পালাল দুই যুবক !

Coronavirus| সিউড়ির আইসোলেশন ওয়ার্ড থেকে পালাল দুই যুবক !

জ্বর ও সর্দি থাকার জন্য তাদের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের আইসোলশন ওয়ার্ডে রাখা হয়।

  • Share this:

#বীর‍ভূম: বীরভূমের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে পালাল করোনা উপসর্গ নিয়ে ভর্তি থাকা দুই যুবক। তাদের এই ভাবে পালিয়ে যাওয়াতে স্বভারতই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।শুক্রবার ভোররাতে গুজরাট থেকে আসা ৮  জন যুবককে সিউড়ি সদর হাসপাতালে আনা হয় স্বাস্থ্য পরীক্ষা জন্য। করোনা ভাইরাসের কোনও উপসর্গ তাদের শরীরে রয়েছে কিনা দেখার জন্য।

এই ৮ জনের মধ্যে দুজনের জ্বর ও সর্দি থাকার জন্য তাদের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের আইসোলশন ওয়ার্ডে রাখা হয়। আজ সকালে দেখা যায় আইসোলেশন ওয়ার্ডে নেই তারা। সেখান থেকে পালিয়ে গেছে। পুরো ঘটনায় তাজ্জব সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষ। সিউড়ি থানার পুলিশকে জানানো হয় পুরো ঘটনা। ওই দুজন যুবকের খোঁজ চালাচ্ছে বীরভূম জেল পুলিশ। বীরভূমের জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আরি জানিয়েছেন সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার বিষয়টা তাকে জানিয়েছে। পাশাপাশি পুলিশকে জানানো হয়েছে আমাদের পক্ষ থেকে। খোঁজ চালানো হচ্ছে ওই দুই জনের। তবে আইসোলেশন ওয়ার্ডের মধ্যে যেহেতু পুলিশি নিরাপত্তা রাখা সম্ভব নয় সেই কারণে হাসপাতালের বাইরেই নিরাপত্তা বাড়ানো হচ্ছে।

SUPRATIM DAS

First published: March 20, 2020, 5:03 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर