হোম /খবর /দেশ /
বাজারে বিপদ! সব্জি বিক্রেতার শরীরে করোনা, হোম কোয়ারেন্টাইনে দু' হাজার

বাজারে বিপদ! সব্জি বিক্রেতার শরীরে করোনা, হোম কোয়ারেন্টাইনে দু' হাজার

প্রতীকী চিত্র৷ PHOTO- FILE

প্রতীকী চিত্র৷ PHOTO- FILE

এমনিতে উত্তর প্রদেশের মধ্যে আগ্রা জেলাতে করোনার হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে৷ সেখানে আক্রান্তের সংখ্যা প্রায় আড়াইশো৷

  • Last Updated :
  • Share this:

#আগ্রা: বাজারে গিয়ে মাছ- সবজি কিনতে ভিড় করছেন অনেকেই৷ এ রাজ্যেও বার বার সতর্ক করার পরে টনক নড়ছে না সাধারণ মানুষের৷ এবার আগ্রার একটি ঘটনায় ফের প্রমাণিত হলো, বাজারে গিয়ে ভি়ড় করার প্রবণতা কীভাবে করোনা ভাইরাসকে ঘরে ডেকে আনতে পারে৷

জানা গিয়েছে, আগরার একটি বাজারের এক সব্জি বিক্রেতার শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে৷ যার জেরে তাঁর সংস্পর্শে আসা দুশো মানুষকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে সরকার৷

আগ্রার ফ্রিগঞ্জের চমন লাল এলাকায় এই ঘটনা ঘটেছে৷ আক্রান্ত ব্যক্তি আগে অটো চালাতেন৷ কিন্তু লকডাউনের কারণে উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় তিনি সব্জি বিক্রি শুরু করেন৷ অসুস্থ হয়ে পড়ায় তাঁর করোনা পরীক্ষা করা হয়৷ সেই রিপোর্ট পজিটিভ আসে৷ এর পরেই প্রশাসন দ্রুত তৎপর হয়৷ ওই ব্যক্তির দোকান থেকে জিনিস কিনেছেন এবং সংস্পর্শে এসেছেন, এমন দু' হাজার মানুষকে কোয়ারেন্টাইন করা হয়৷

কিন্তু কীভাবে ওই ব্যক্তি সংক্রমিত হলেন, না নিয়েই এখন চিন্তিত প্রশাসন৷ কারণ, অটো চালানোর সময় তিনি সংক্রমিত হলে কোনও যাত্রীর থেকে তাঁর শরীরে জীবাণু আসার সম্ভাবনা থাকছে৷ ফলে সেই ব্যক্তিকে খুঁজে বের করা খুবই মুশকিল৷ একই ভাবে ওই সব্জি বিক্রেতার সংস্পর্শে আসা সবাইকে চিহ্নিত করাও কঠিন৷

এমনিতে উত্তর প্রদেশের মধ্যে আগ্রা জেলাতে করোনার হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে৷ সেখানে আক্রান্তের সংখ্যা প্রায় আড়াইশো৷ ইতিমধ্যেই পাঁচজনের মৃত্যু হয়েছে৷চিকিৎসকদের মতে, পরিস্থিতি যা তাতে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ সব্জি বিক্রেতার আক্রান্ত হওয়ার পরে আগরায় গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা আরও বেড়েছে৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Agra, Coronavirus