corona virus btn
corona virus btn
Loading

করোনার করাল থাবা করণের বাড়িতে, নিজে ট্যুইট করে সবটা জানালেন বলিউডের তারকা নির্দেশক

করোনার করাল থাবা করণের বাড়িতে, নিজে ট্যুইট করে সবটা জানালেন বলিউডের তারকা নির্দেশক
Photo- FILE

করণ বাড়িতে নিজের মা হীরু জোহর ও দুই সন্তান যশ ও রুহির সঙ্গে থাকেন ৷

  • Share this:

#মুম্বই: সোমবার রাতে এল সেলিব্রিটি প্রযোজক ও নির্দেশকের ট্যুইট ৷ হ্যাঁ থাবা বসিয়েছে করোনা ৷ করণ জোহর নিজের ট্যুইটার অ্যাকাউন্টে জানিয়ে দেন তাঁর বাড়িতে কাজ করেন এমন দু'জনের করোনা ভাইরাস রিপোর্ট পজিটিভ এসেছে ৷ তিনি এও জানিয়েছেন তাঁর ও পরিবারের সকলেরও স্যোয়াব টেস্ট করানো হয়েছে তবে তাঁর পরীক্ষায় পাস করেছেন ও তাঁদের রিপোর্ট নেগেটিভ এসেছে ৷

নিজের ট্যুইটার হ্যান্ডেলে কে জো লিখেছেন, ‘আমাদের চারপাশের সকলের সুরক্ষার কথা মাথায় রেখে আমরা সকলে ১৪ দিনের আইসোলেশনে থাকব ৷ ’

তিনি আরও লিখেছেন, ‘আমি জানাতে চাই আমার বাড়িতে কর্মরত দুই স্টাফ কোভিড ১৯ পজিটিভ হয়েছেন ৷ যখনই তাঁদের মধ্যে লক্ষণ দেখা গেছে , সঙ্গে সঙ্গেই তাঁদের কোয়ারেন্টাইন করে দেওয়া হয়েছে বাড়িরই অন্য একটা অংশে৷ তারপরেই বিএমসি কে জানানো হয়েছে ৷ বিল্ডিং স্টেরিলাইজ ও জীবাণু নাশ করা হয়েছে নিয়ম মেনেই ৷ ’

‘পরিবারের বাকি সদস্যরা ও কর্মচারীরা এখনও অবধি সুরক্ষিত আছে, তাদের কোনও লক্ষণ দেখা যায়নি ৷ আমাদের আজ সকালে স্যোয়াব টেস্ট হয়েছে, রিপোর্ট সকলের নেগেটিভ এসেছে ৷ তাও আমরা সকলেই সেলফ আইসোলেশনে থাকব  আগামী ১৪ দিনের জন্য ৷ কারণ আমাদের চারপাশের সকলের সুরক্ষা খুবই জরুরি ৷ আমরা যে কথা দিয়েছি সকলকে সুরক্ষিত রাখার তা মানতে যা যা পদক্ষেপ করা জরুরি সবই খুব নিয়মমাফিক ওকড়াভাবে পালন করব ৷ ’

‘আমরা নিশ্চিত করেছি করোনা ভাইরাসের জন্য সেরা যে চিকিৎসা হয় তাঁদের অসুস্থতার দরুণ সেটাই তাঁদের দেওয়া হবে ৷ আমরা নিশ্চিত ওঁরা দ্রুত এই লড়াই করে আবার সুস্থ হয়ে উঠবেন !’

‘এই খারাপ সময়ে নিজেদের বাড়িতে থেকে সঠিক পদক্ষেপ মেনে চললে এই ভাইরাসকে আমরা হারাতে পারব ,এ নিয়ে আমার মনে কোনও দ্বিধা নেই ৷ প্রত্যেকে বাড়িতে থাকুন, প্রত্যেকে সুরক্ষিত থাকুন ৷ ’

করণ বাড়িতে নিজের মা হীরু জোহর ও দুই সন্তান যশ ও রুহির সঙ্গে থাকেন ৷ সোমবার সন্ধ্যা অবঝি সারা দেশে করোনা ভাইরাসে সংক্রমিতের সংখ্যা ১,৩৮,৩৪৫৷আর এই ভাইরাসে মৃতের সংখ্যা ৪,০২১৷

Published by: Debalina Datta
First published: May 26, 2020, 7:47 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर