#অসলো: করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে মানুষ যখন আশায় বুক বাঁধছেন, তখনই অঘটন নরওয়েতে। করোনার টিকা নেওয়ার পরেই দুই স্বাস্থ্যকর্মীর মৃত্যুর খবরে উদ্বেগ প্রকাশ করেছেন খোদ চিকিৎসকরা।
জানা যাচ্ছে ফাইজার বায়োএনটেক ভ্যাকসিনের ডোজ নেওয়ার দিন কয়েকের মধ্যেই মৃত্যু হয়েছে ওই দুই স্বাস্থ্যকর্মীর। দ্য মেডিক্যাল ডিরেক্টর ওফ দ্য নরওয়েয়ান মেডিসিনস এজেন্সি ও নরওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ এই দুই স্বাস্থ্যকর্মীর মৃত্যুর তদন্ত করছে।
শুক্রবার বাড়িতেই হঠাৎ মৃত্যু হয় সোনিয়া অ্যাসেভেডো নামে এক নার্সের। তাঁর বয়স ৪১ বছর। মৃত্যুর ৪৮ ঘণ্টা আগেই তিনি ভ্যাকসিন নিয়েছিলেন। এই ঘটনার পরেই চিকিৎসকরা আশঙ্কা প্রকাশ করেন। তবে তাঁরা জানান, মৃত্যুর কারণ ভ্যাকসিনই কিনা তা তাঁরা খতিয়ে দেখবেন। তবে বিষয়টি কাকতালীয় হওয়ার সম্ভাবনাও তাঁরা উড়িয়ে দিচ্ছেন না।
কারণ ইতিমধ্যেই বহু বর্ষীয়ান মানুষ এই ভ্যাকসিন নিয়েছে। কিন্তু এমন কোনও ঘটনার কথা শোনা যায়নি। তাই কাকতালীয় হতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা। কিন্তু অন্যদিকে ফের নড়েচড়ে বসেছে নরওয়ে সরকার।
ফের করোনা রুখতে নতুন স্বাস্থ্যবিধি জারি করতে চলেছেন প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ। বাড়িতে আর অতিথিদের ডাকা এবং রেস্তোরাঁ ও বারের উপরে নিষেধাজ্ঞা জারি করা হবে বলে তিনি জানান।
তবে এই ঘটনা প্রথম নয়। কিছুদিন আগে পর্তুগালেও ভ্যাকসিন নেওয়ার পরেই এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হওয়ায় আতঙ্ক তৈরি হয়েছিল।