#ইসলামাবাদ: করোনা আক্রান্ত হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান৷ খবরটি জানিয়েছেন তাঁর বিশেষ সহায়ক ফয়সল সুলতান৷ দুদিন আগে অর্থাৎ ১৮ মার্চ করোনার ভ্যাকসিন নিয়েছিলেন ইমরান৷ তারপর করোনা আক্রান্ত হলেন তিনি৷ চিনা করোনা ভ্যাকসিন সাইনোফার্ম নেন ইমরান৷ ১৮ মার্চ প্রথম ডোজটি নিয়েছিলেন তিনি৷ ভ্যাকসিন নিয়ে তিনি পাকিস্তানে সচেতনতার বার্তা ছড়িয়ে দেন৷ ফের যাতে পাকিস্তানে করোনা ঢেউ আছড়ে না পড়ে, সেই বার্তা দিতে চান পাক প্রধানমন্ত্রী৷ আপাতত পাকিস্তানে চিনা ভ্যাকসিন পাওয়া যাচ্ছে৷ প্রায় ৫ লক্ষ সিনাফার্ম পাকিস্তানকে দিয়েছে চিন৷ অ্যাস্ট্রাজেনঙ্কার ভ্যাকসিনও পৌঁছবে কিছু দিনের মধ্যেই৷ এছাড়াও রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিকেও সম্মতি দিয়েছে পাক সরকার৷
PM Imran Khan has tested positive for Covid-19 and is self isolating at home
— Faisal Sultan (@fslsltn) March 20, 2021
১০ মার্চ থেকে পাকিস্তানে শুরু হয়েছে টিকাকরণ৷ অন্যান্য দেশের মতোই বয়স্কদের আগ্রাধিকার দেওয়া হচ্ছে৷ এখনও পর্যন্ত ৬১৫৮১০জন করোনা আক্রান্ত হয়েছেন৷
অন্যদিকে ফের একবার ভারতে থাবা বসাতে চলেছে করোনা৷ দিন দিন বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা৷ অতিমারীর গ্রাফ উর্ধ্বমুখী৷ চিন্তিত প্রশাসন থেকে চিকিৎসকরা৷ ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে৷ কিছুটা নিয়ন্ত্রণে আসার পর কেন বাড়ছে করোনা? বিয়ে বা কোনও বড় জমায়েতই এর জন্য দায়ী বলছেন নিতি আয়োগের সদস্য ডাঃ ভি কে পাল৷
বিভিন্ন জনসমাগমে ভিড় বাড়ছে৷ বিয়ে বা অন্যান্য অনুষ্ঠানে অতিথি সংখ্যা বেড়েই চলেছে৷ এই ধরণের ভিড় থেকে দ্রুত ছড়ায় করোনার জীবাণু৷ সাম্প্রতিক করোনা নিয়ে মানুষের মনে ভয় কেটে গিয়েছে৷ তাঁদের ব্যবহারেও সেটা স্পষ্ট৷ ফলে ভিড়ে সামিল হচ্ছেন অনেকে৷ ছড়াচ্ছে করোনা৷ তবে মনে রাখা উচিৎ যে এখনও একটা বড় অংশের মানুষ, বিশেষ করে গ্রামের বাসিন্দারা, খুবই স্পর্শকাতর৷ তাই কোনও রকম জমায়েত বা ভিড় এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন নিতি আয়োগের কর্তা৷ সকলকে সচেতন করে করোনা বিধি মেনে চলার বিষয়ে জোড় দেওয়া হচ্ছে৷ মাস্ক এবং শারীরিক দূরত্বের নিয়ম মেনে চলতে বলা হচ্ছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: COVID19, Imran Khan