#তেহরান: দেশে ফিরতে চান। ভিডিও কলে আর্জি রাসবিহারীর বাসিন্দা সায়ন্তন বন্দ্যোপাধ্যায় ও দুর্গাপুরের বিকাশ দাসের। ইরানের তেহরানের আবাসনে আরও ১১ ভারতীয়র সঙ্গে আটকে দুই বাঙালি ইঞ্জিনিয়ার। করোনার দাপটে ইরান থেকে বিমান পরিষেবা বন্ধ।
ইরানে করোনার দাপটে একের পর এক মৃত্যু। সমস্ত বিমান পরিষেবা বাতিল। তার মধ্যেই পারান্দে একটি আবাসনে বন্দিদশা কাটাচ্ছেন দুই বাঙালি ইঞ্জিনিয়ার। রাসবিহারীর সায়ন্তন বন্দ্যোপাধ্যায় ও দুর্গাপুরের বিকাশ দাসকে নিয়ে চিন্তায় ঘুম উড়েছে পরিবারের।
দুবাইয়ের একটি সংস্থার হয়ে তেহরানে কাজ করেন সায়ন্তন। তাঁর রাসবিহারীর বাড়িতে গিয়েছিল নিউজ18 বাংলা। হোয়াটস্যাপে ভিডিও কলে দেশে ফেরার আর্জি জানিয়েছেন সায়ন্তন। তেহরান আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে পারান্দ শহরে আছি। এখানে ২৫ জন আছি। তার মধ্যে ১১ জন ভারতীয়। ১২ জন পাকিস্তানি, নেপালি ও শ্রীলঙ্কানও আছে। করোনা নিয়ে ভয় পাচ্ছি। বাইরে বেরোচ্ছি না। ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Iran