#জয়পুর: করোনা সংক্রমণে রাস টানা যাচ্ছে না । অত্যন্ত ছোঁয়াচে এই মারণ ভাইরাসের থাবায় আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে দেশে । সম্প্রতি রাজস্থানের জয়পুর থেকে একই পরিবারের ২৬ জন সদস্যের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে । রাজ্য স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়, ৭ দিন আগে ওই পরিবারের এক ব্যক্তির লালারস পরীক্ষা হয়েছিল । তাঁর নমুনা পজিটিভ আসতেই, পরিবারের প্রতিটি সদস্যের লালারসের নমুনা করোনা পরীক্ষার জন্য পাঠানো হয় । সেখানে ২৬ জনেরই রিপোর্ট পজিটিভ এসেছে । জয়পুরের মুখ্য স্বাস্থ্যঅধিকর্তা নিরত্তম শর্মা জানিয়েছেন, ওই পরিবারের সকলকেই হাসপাতালে পাঠানো হয়েছে । স্থানীয় সূত্রে খবর, ওই পরিবারটি জয়পুরের সুভাষ চক এলাকার বাসিন্দা । রাজস্থানে কোভিড আক্রান্তের সংখ্যা ১১,২৪৫ । তবে এর মধ্যে ৮,৩২৮ জনই সুস্থ হয়ে গিয়েছেন । করোনায় মৃত্যু হয়েছে ২৫৫ জনের । তার মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত ৪ জন । গত একদিনে আক্রান্ত হয়েছেন ৩৫৫ জন ।
Seven days back, a person had tested positive for #COVID19. We isolated the patient & took samples of all 26 members of the patient's family. Last night their report came & all have tested positive. They have been shifted to a hospital: Dr Narottam Sharma, CMHO Jaipur #Rajasthan pic.twitter.com/gBRR2KFd6Y
— ANI (@ANI) June 9, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID-19, Rajasthan