Home /News /coronavirus-latest-news /
করোনা ছড়িয়ে পড়ার ভয় আর নেই, ট্রাম্পের সেরে ওঠায় যা জানালে হোয়াইট হাউজের চিকিৎসক...

করোনা ছড়িয়ে পড়ার ভয় আর নেই, ট্রাম্পের সেরে ওঠায় যা জানালে হোয়াইট হাউজের চিকিৎসক...

মার্কিন প্রেসিডেন্টের বিশ্বস্ত সঙ্গী হোপ হিক্সের করোনা সংক্রমণ ধরা পড়ার পরই নিজের ও স্ত্রীর করোনা টেস্ট করান ট্রাম্প৷

 • Share this:

  #ওয়াশিংটন: ধীরে ধীরে সেরে উঠছেন ট্রাম্প৷ করোনা থেকেই মিলেছে মুক্তি৷ এবং তাঁর থেকে আর করোনা ছড়ানোর আশঙ্কাও কমেছে৷ স্পষ্ট করেছেন হোয়াইট হাউজের চিকিৎসক৷ করোনা আক্রান্ত হওয়ার পর ৯ দিন কেটে গিয়েছে৷ এখন মার্কিন প্রেসিডেন্টের অবস্থা অনেকটাই ভাল৷ তিনি সুস্থও হয়ে উঠেছেন৷ তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল ট্রাম্পের শরীর থেকে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা আর নেই৷ তাই তিনি আইসোলেশন থেকে মুক্তি পেতে পারনে৷ জানিয়েছেন হোয়াইট হাউজের চিকিৎসক শঁ কোনলি৷

  ট্রাম্পের করোনা হওয়া এবং সব করোনার উপসর্গ সামনে আসার পর থেকে কেটে গিয়েছে ১০ দিন৷ এতদিন তিনি সম্পর্ণ আইসোলেশনে ছিলেন৷ তবে এখন তাঁর উপসর্গ নেই এবং তিনি সুস্থ৷ সর্বপোরি তাঁর থেকে অন্য কারও শরীরে করোনা ছড়ানোর ভয় না থাকা ট্রাম্প বাইরে আসতে পারনে৷ মত চিকিৎসকের৷ তবে হোয়াইট হাউজের চিকিৎসক শঁ কনলিকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে৷ তিনি সাধারণের থেকে তথ্য গোপন করছেন এবং সকলের সামনে যে বক্তব্য তুলে ধরছেন, তাতে স্বচ্ছ্বতা নেই৷ এমনই অভিযোগ উঠেছে হোয়াইট হাউজের চিকিৎসকের বিরুদ্ধে৷

  মার্কিন প্রেসিডেন্টের বিশ্বস্ত সঙ্গী হোপ হিক্সের করোনা সংক্রমণ ধরা পড়ার পরই নিজের ও স্ত্রীর করোনা টেস্ট করান ট্রাম্প৷ প্রেসিডেন্টের সঙ্গে এয়ারফোর্স ওয়ানে হিক্স সফরসঙ্গী ছিলেন৷ জো বিডেনের সঙ্গে প্রথম ডিবেটে (first presidential debate) অংশ নিতে দু’জনেই একসঙ্গে উড়ে গিয়েছিলেন ক্লিভল্যান্ডে৷ সেটা ছিল মঙ্গলবার৷ এরপরই বুধবার মেরিন ওয়ান হেলিকপ্টারে তাঁর সঙ্গে হোয়াইট হাউজে ফেরেন মেলানিয়া৷ তারপর থেকে করোনা আক্রান্ত ট্রাম্প ছিলেন গৃহবন্দি৷ এমনকি হাসপাতালেও ভর্তি হতে হয় তাঁকে৷ ৩দিন তিনি হাসপাতালে কাটান৷ তারপর ফিরে আসেন হোয়াইট হাউজে৷ সেখানে গৃহবন্দি দশা চলছিল তাঁর৷ তবে শীঘ্রই মার্কিন মুলুকে প্রসিডেন্ট নির্বাচন৷

  ঘরে আটকে থাকার ফলে সেই নির্বাচনী প্রচারে তিনি অংশ নিতে পারেননি৷ কিছুটা হলেও ধাক্কা খেয়েছে রিপাবলিক দলের প্রচার৷ এবার তাই ট্রাম্পের সুস্থতার কথা জানানোর ফলে তিনি এলেন জনসমক্ষে৷ হোয়াইট হাউজ থেকেই সকলের উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট ধন্যবাদ জানান৷ তবে নিয়মানুযায়ী যেভাবে করোনার জন্য ১৪দিনের আইসোলেশনের কথা বলা হয়, তা পালন করলেন না ট্রাম্প৷ এবং তাঁকে সুস্থতার সার্টিফিকেট দেওয়ার ফলে বিতর্কে হোয়াইট হাউজ চিকিৎসক৷

  Published by:Pooja Basu
  First published:

  Tags: Donald Trump

  পরবর্তী খবর