#নয়াদিল্লি: মঙ্গলবার থেকে প্যাসেঞ্জার ট্রেন চালু। আপাতত দিল্লি থেকে থেকে ১৫ শহরে ট্রেন চলবে। টিকিট কাটা যাবে শুধুমাত্র IRCTC’র ওয়েবসাইট থেকে।
১৭ মে’র পরে লকডাউন কতটা থাকবে? সোমবার ফের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী।এর ঠিক আগের দিন রেলের ঘোষণা, মঙ্গলবার থেকে চলবে প্যাসেঞ্জার ট্রেন। আপাতত দিল্লি থেকে ট্রেনগুলি যাবে ১৫ শহরে...
হাওড়া, মুম্বই সেন্ট্রাল,চেন্নাই,বেঙ্গালুরু, ডিব্রুগড়, আগরতলা,পটনাবিলাসপুর, রাঁচি, ভুবনেশ্বর,সেকেন্দ্রাবাদ,তিরুঅনন্তপুরম, মারগাঁও,আহমেদাবাদ, জম্মু-তাওয়াই
এই ট্রেনগুলির টিকিট কাউন্টার থেকে মিলবে না। টিকিট শুধুমাত্র আইআরসিটিসির ওয়েবসাইট থেকেই পাওয়া যাবে ৷ সোমবার বিকেল চারটে থেকে বুকিং শুরু ৷ টিকিট কনফার্ম হলে তবেই ট্রেনে ওঠা যাবে ৷ প্রত্যেক যাত্রীকে মাস্ক পরতে হবে ৷ ট্রেনে ওঠার আগে প্রত্যেকের শারীরিক পরীক্ষা করা হবে ৷ উপসর্গ না থাকলে তবেই ট্রেনে ওঠা যাবে ৷ যাত্রীদের বসতে হবে সামাজিক দূরত্ব মেনে ৷ এ বিষয়টি মাথায় রেখেই টিকিট বিক্রি করা হবে ৷ লকডাউনের মাঝে এ ভাবে ট্রেন চালু করায় সংক্রমণের আশঙ্কা কি বেড়ে যাবে না? প্রশ্ন চিকিৎসকদের অনেকেরই।
পরিযায়ী শ্রমিকদের ট্রেনে করে ফেরানো নিয়ে নানা বিতর্ক। এরই মাঝে মঙ্গলবার থেকে ১৫ জোড়া প্যাসেঞ্জার ট্রেন চালু। যে সমস্ত রুটে প্যাসেঞ্জার ট্রেন চলবে, দেখে নিন তালিকা ৷
নিউ দিল্লি-হাওড়া, নিউ দিল্লি-ডিব্রুগড় প্যাসেঞ্জারনিউ দিল্লি-মুম্বই সেন্ট্রাল প্যাসেঞ্জারনিউ দিল্লি-চেন্নাই,নিউ দিল্লি-ভুবনেশ্বর ট্রেননিউ দিল্লি-আগরতলা,নিউ দিল্লি-পটনা ট্রেননিউ দিল্লি-সেকেন্দ্রাবাদ, নিউ দিল্লি-বেঙ্গালুরুনিউ দিল্লি-বিলাসপুর,নিউ দিল্লি-রাঁচি ট্রেননিউ দিল্লি-তিরুঅনন্তপুরম ট্রেন চলবেনিউ দিল্লি-মারগাঁও প্যাসেঞ্জার ট্রেননিউ দিল্লি-আহমেদাবাদ প্যাসেঞ্জারনিউ দিল্লি-জম্মু তাওয়াই প্যাসেঞ্জার চলবে
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।