জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যাতেই ঘটনাটি ঘটে পুণের কাছে উরলি এবং লোনি স্টেশনের মাঝে৷ ওই সময় ওই লাইন দিয়ে দ্রুত গতিতে আসা একটি মালগাড়ির চালক আচমকাই রেল লাইনের উপরে বেশ কিছু মানুষকে দেখতে পান৷ দূর থেকে তা লক্ষ্য করেই সতর্ক করার জন্য হর্ন বাজাতে শুরু করেন চালক৷ একই সঙ্গে ইমার্জেন্সি ব্রেক কষেন তিনি৷ চালকের তৎপরতায় রেল লাইনের উপরে থাকা পরিযায়ী শ্রমিকদের একটি দলের থেকে প্রায় একশো মিটার দূরে দাঁড়িয়ে যায় মালগাড়িটি৷ জানা গিয়েছে, ওই শ্রমিকরাও রেল লাইন ধরে নিজেদের গ্রামের দিকে ফিরছিলেন৷ ক্লান্ত হয়ে লাইনের উপরেই বসেছিলেন তাঁরা৷
ঘটনার পর পরই স্থানীয় প্রশাসনকে খবর দেওয়া হয়৷ তাঁরা এসে ওই শ্রমিকদের সরিয়ে নিয়ে যান৷ স্থানীয় প্রশাসনের তরফেও বার বার শ্রমিকদের যাতায়াতের জন্য রেল লাইন ব্যবহার করতে নিষেধ করা হচ্ছে৷
মহারাষ্ট্রের জেলনা থেকে দেড়শো কিলোমিটার পথ পেরিয়ে ভূষাওয়ালের উদ্দেশে হেঁটে যাওয়ার সময় শুক্রবার ভোরে দুর্ঘটনার কবলে পড়ে শ্রমিকদের একটি দল৷ মাঝপথে ক্লান্ত হয়ে গিয়ে ঔরঙ্গাবাদের কাছে রেল লাইনের উপরেই ঘুমিয়ে পড়েন তাঁরা৷ একটি মালগাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ১৬ জন শ্রমিকের৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Aurangabad Tragedy, Maharashtra, Migrant Labours, Pune