#নয়াদিল্লি: লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা। শেষ চব্বিশ ঘণ্টায় নতুন করে আরও ১৮ হাজার ৫২২ জন করোনায় আক্রান্ত হলেন দেশে। শেষ চব্বিশ ঘণ্টায় মৃত্যুও হয়েছে ৪১৩ জনের। এখনও পর্যন্ত ভারতে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৬ হাজার ৮৯৩ জন।
তবে আশার আলোও আছে। সরকারি পরিসংখ্য়ান বলছে, গোটা পৃথিবীতে আক্রান্ত হওয়ার গড় যখন প্রতি ১০ লক্ষে ১৩৩৫ জন, ভারতে করোনা আক্রান্ত হচ্ছেন প্রতি দশ লক্ষে ৪১১ জন। দেশের ৫৯.১ শতাংশ করোনা রোগী সুস্থও হয়ে উঠেছেন।
স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিনে প্রকাশ এখনও পর্যন্ত মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং রাজধানী দিল্লিতেই করোনার সংক্রমণের হার সবচেয়ে বেশি। শুধু মহারাষ্ট্রেই আক্রান্ত ১ লক্ষ ৬৯ হাজার ৮৮৩ জন। মৃতের নিরিখেও প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র । এ যাবৎ ৭ হাজার ৭২৭ জনের মৃত্যু হয়েছে করোনার কারণে। রাজধানীতে মৃত্যু হয়েছে ২ হাজার ৬৮০ জনের।