#কলকাতা: দিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাই, এই মেট্রো শহরগুলিতেই করোনার বাড়বাড়ন্ত৷ দেশের প্রায় আধা সংক্রমণের সংখ্যা রয়েছে এই চার মেট্রো শহরে৷ শনিবার যা একধাক্কায় ১০ হাজারে পৌঁছে যায়৷ করোনার মৃত্যুর নিরিখেও এগিয়ে এই ৪ মেট্রো শহর৷ যা সব মিলিয়ে প্রায় ৭ হাজার ছুঁই ছুঁই৷ এর মধ্যে আহমেদাবাদ, ইন্দৌর, পুণেকে যুক্ত করলে প্রায় ৬০ শতাংশ করোনা আক্রান্তের সংখ্যা উঠে আসবে৷ অর্থাৎ দেশের ৬০ শতাংশ করোনা আক্রান্ত রয়েছেন এই সাত শহরেই৷ এবং একই ভাবে দেশের ৮০ শতাংশ করোনায় মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে এই শহরগুলি থেকেই৷
দেশে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সংখ্যার নিরিখে একে একে অন্য দেশগুলিকে ছাপিয়ে যাচ্ছে ভারত৷ এবার করোনা আক্রান্তের পরিসংখ্যানে ৫ স্থানে উঠে এল ভারত। সর্বশেষ পাওয়া খবরে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৪৬ হাজার ৬২২ জন। এর আগে ইতালিকে টপকে গিয়েছে ভারত৷ ফলে উদ্বেগ বাড়ছে৷ এখনও করোনা আক্রান্ত ও মৃতের নিরিখে এগিয়ে আমেরিকা৷ তারপর রয়েছে ব্রাজিল, রাশিয়া, স্পেন, ব্রিটেন এবং ৫ স্থানে ভারত৷
এর মধ্যেই হাসপাতালের করোনা-বেড নিয়ে সমস্যা তৈরি হচ্ছে রাজধানীতে। দিল্লি, গুজরাতে করোনা রোগীর সংখ্যা পাঁচ অঙ্কের সংখ্যায় পৌঁছেছে। ৯ হাজার পেরিয়ে গিয়েছে উত্তর প্রদেশ, রাজস্থানে আক্রান্তের সংখ্যা। এই মুহূর্তে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত অবশ্য মহারাষ্ট্রে। পশ্চিমবঙ্গেও উত্তরোত্তর বাড়ছে সংক্রমণ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID19