#মালদহ: করোনার আতঙ্কে পুজোর হিড়িক মালদহের গাজোলে। প্রিয়জনদের মঙ্গল কামনায় মা চণ্ডীর থানে পুজো দিলেন অসংখ্য মানুষ। খবর পেয়ে এলাকায় পৌঁছে সাধারন মানুষকে বুঝিয়ে কুসংস্কারে আচ্ছন্ন না হওয়ার পরামর্শ দেয় পুলিশ।
ঘটনায় হইচই পড়ে মালদহের গাজোলের হরিদাসপুর এলাকায়। এই গ্রামের প্রচুর পুরুষ মানুষ কর্মসূত্রে রয়েছেন ভিন রাজ্যে। কারও স্বামী, কারও ভাই বা দাদা, কারও পরিবারে আবার কাকা জ্যাঠারা রয়েছেন ভিন রাজ্যে। কেউ সাধারন শ্রমিক, কেউ আবার সরকারি চাকুরে। বর্তমানে করোনার আতঙ্কে গ্রামে মহিলাদের কপালে ভাঁজ পড়েছে তাই। পরিবারের যাঁরা বাইরে আছেন, তাঁরা যেন করোনায় আক্রান্ত না হন, এই প্রার্থনা নিয়ে শনিবার সকাল থেকে গ্রামে শুরু হয় পুজো পাঠ। গ্রামের মাঠের মধ্যে রয়েছে মা চণ্ডীর থান। গ্রামবাসীরা একে অত্যন্ত জাগ্রত বলেই মনে করেন। সাধারন ভাবে গ্রামে কোনো বিপদ হলে মা চণ্ডীর থানে পুজো দেওয়ায় প্রচলিত রীতি। শনিবার সকাল থেকেই মা চণ্ডীর থানে শুরু হয়ে যায় করোনা ঠেকাতে প্রার্থনা। ফল,ফুল নানা উপকরন সহ পুজোর ডালি সাজিয়ে মা চণ্ডীর থানে ভিড় করতে থাকেন মহিলারা। খবর পেয়ে এলাকায় পৌঁছয় গাজোল থানার ওসি হারাধন দেবের নেতৃত্বে পুলিশ বাহিনী। পুলিশ জানিয়ে দেয়, একসঙ্গে জমায়েত নিষিদ্ধ। তাই পুজো দিতে হলে এক এক করে পুজো করতে হবে। তাছাড়া করোনা আতঙ্কে পুজো পাঠের বদলে শারীরিক সর্তকতার প্রচার করে পুলিশ। পুলিশী হস্তক্ষেপে শেষ পর্যন্ত পুজোর হিড়িক কমে। তবে অনেকেই জানান, এর আগেও বিপদে পুজো করে ফল পেয়েছেন তাঁরা। এই বিশ্বাস থেকেই করোনা ঠেকাতে পুজোর আয়োজন।
Sebak DebSarma
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona, Coronavirus, Maldha