#কলকাতা: করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে রাজ্যের সঙ্গে রাজ্যপালের সংঘাত চরমে পৌঁছেছে৷ দু' পক্ষে রীতিমতো পত্রযুদ্ধ শুরু হয়েছে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো পাঁচ পাতার চিঠির জবাবে ১৪ পাতার চিঠি লিখেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়৷ এবার এই বিতর্কে রাজ্যপালকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷ অবিলম্বে দিল্লি ফিরিয়ে নিয়ে গিয়ে রাজ্যপালকে লকডাউনে রাখার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অনুরোধ করেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ৷
টুইটারে মহুয়া মৈত্র লিখেছেন, 'সত্যিই আমরা একটি মহামারির মোকাবিলা করছি৷ এই সময়ে আমাদের কারোরই কলকাতার রাজভবনে রাজ্যপালের দায়িত্ব সামলাতে আসা কাজের বাইরে থাকা একজন আইনজীবীর সঙ্গে কথার লড়াইয়ে জড়িয়ে পড়ার সময় বা ইচ্ছে নেই৷ #ModiShah-কে আমাদের অনুরোধ, এই ভদ্রলোককে দিল্লি ফিরিয়ে নিয়ে গিয়ে লকডাউনে রাখুন৷'
প্রসঙ্গত, করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকেই একাধিক ইস্যুতে রাজ্য সরকারের সমালোচনা করেছেন জগদীপ ধনখড়৷ রাজ্যে রেশন বন্টন ব্যবস্থা থেকে শুরু করে বিজেপি সাংসদদের ত্রাণ বিলিতে বাধা, সব ইস্যুতেই সরব হয়েছেন তিনি৷ কিন্তু বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী রাজ্যপালকে পাঁচ পাতার চিঠি দেওয়ার পর সংঘাত চরমে পৌঁছয়৷ প্রথমে পাঁচ পাতা এবং তার পরে চোদ্দ পাতার চিঠি লিখে মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারকে বেনজির আক্রমণ করেন রাজ্যপাল জগদীপ ধনখড়৷ সেখানে মুখ্যমন্ত্রী করোনা মোকাবিলায় ব্যর্থ বলে সরাসরি মন্তব্য করেন রাজ্যপাল৷ ঝাঁটা, মাইক হাতে না নিয়ে করোনা পরিস্থিতি সামলাতে দায়িত্ব পালন করার পরামর্শও মুখ্যমন্ত্রীকে দেন রাজ্যপাল৷
স্বভাবতই এর পরে রাজ্যপালের উপরে চূড়ান্ত ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস৷ তারই বহিঃপ্রকাশ ঘটল তৃণমূল সাংসদের চিঠিতে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Jagdeep Dhankhar, Mahua Moitra, Mamata Banerjee