#কলকাতা: করোনা আক্রান্ত বিধায়ক তমোনাশ ঘোষের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিধায়কের মৃত্যুতে তিনি ট্যুইটে লেখেন, 'খুবই দুঃখজনক তমোনাশের মৃত্যু৷ ফলতার ৩বারের বিধায়ক তমোনশ দলের কোষাধক্ষও ছিলেন ১৯৯৮ থেকে৷ ৩৫ বছরের রাজনৈতিক সঙ্গীকে হারালাম৷ দল এবং সাধারণের জন্য নিজেকে সঁপে দিয়েছিলেন তমোনাশ৷ প্রচুর সামাজিক কাজে নিযুক্ত ছিলেন তিনি৷ ওঁর মৃত্যু অপূরণীয় ক্ষতি৷ তমোনাশের স্ত্রী ঝর্ণা, দুই মেয়ে এবং পরিবারের প্রতি সমবেদনা জানাই৷' লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
Very, very sad. Tamonash Ghosh, 3-time MLA from Falta & party treasurer since 1998 had to leave us today. Been with us for over 35 years, he was dedicated to the cause of the people & party. He contributed much through his social work. (1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) June 24, 2020
He has left a void that will be difficult to fill. On behalf of all of us, heartfelt condolences to his wife Jharna, his two daughters, friends and well wishers. (2/2)
— Mamata Banerjee (@MamataOfficial) June 24, 2020
করোনা আক্রান্তে হয়ে ২৪ মে থেকে তমোনাশ ঘোষ ভর্তি ছিলেন হাসপাতালে৷ তিনদিন ধরে আশঙ্কাজনক অবস্থায় ছিলেন বিধায়ক৷ বুধবার সকালে কার্ডিয়াক অ্যাটাক হয় তাঁর৷ মাল্টি অর্গান ফেলিওরের ফলে মৃত্যু হয় তাঁর৷
২০০১ সালে প্রথমবার ফলতা থেকে জয়ী হন তিনি৷ ২০১১ থেকে টানা বিধায়ক তমোনাশ ঘোষ৷ তাঁর বাড়ি কালীঘাটে৷নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Mamata Banerjee, Tamonash Ghosh