Bengal Election 2021 : আট দফা ভোটের জন্যই করোনা ছড়াচ্ছে বাংলায় : অনুব্রত

নানুরে সিপিএম প্রার্থীকে হুমকি প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, "প্রত্যেক প্রার্থীর প্রচার করার অধিকার আছে । তবে সিপিএমের উপর মানুষের ক্ষোভ থেকেই এটা হয়েছে ।"

নানুরে সিপিএম প্রার্থীকে হুমকি প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, "প্রত্যেক প্রার্থীর প্রচার করার অধিকার আছে । তবে সিপিএমের উপর মানুষের ক্ষোভ থেকেই এটা হয়েছে ।"

 • Share this:

  #বোলপুর : রাজ্যে করোনা পরিস্থিতি ক্রমশ বিগড়ে যাওয়ায় বৃহস্পতিবার নির্বাচন কমিশনকে দুষে বললেন তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।  "আট দফা ভোটের জন্য পশ্চিমবঙ্গে নতুন করে করোনা এসেছে, এর জন্য দায়ী বিজেপি সরকার।"  নানুরে সিপিএম প্রার্থীকে হুমকি প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, "প্রত্যেক প্রার্থীর প্রচার করার অধিকার আছে । তবে সিপিএমের উপর মানুষের ক্ষোভ থেকেই এটা হয়েছে ।"

  প্রসঙ্গত, এদিন নানুরে বাড়ি বাড়ি প্রচার করছিলেন সিপিএম প্রার্থী শ্যামলী প্রধান। সেই সময় স্থানীয় তৃণমূল নেতা প্রচারে বাধা দেন বলে অভিযোগ । এমনকি অভিযোগ প্রার্থীর সামনেই তৃণমূল নেতা হুমকি দেন, 'সিপিএমকে ভোট দিলে হাত কেটে নেওয়া হবে।' এই প্রসঙ্গে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, "প্রত্যেক প্রার্থীর প্রচার করার অধিকার আছে । প্রচারে কেউ বাধা দিতে পারেন না । তবে সিপিএমও ধোওয়া তুলসী পাতা নয় । ৩৪ বছর ধরে যা অত্যাচার করেছে সেই ক্ষোভেই এটা হয়েছে ।"

  এদিন ফের একবার নির্বাচন কমিশনকে 'পক্ষপাতদুষ্ট' বলে মন্তব্য করেন বীরভূমের তৃণমূল নেতা। তিনি পয়লা বৈশাখের শুভেচ্ছা জানানোর পাশাপাশি করোনা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে বলেন, নির্বাচন কমিশন 'অন্ধ ধৃতরাষ্ট্র'। এর আগেও তৃণমূল সুপ্রিমোর প্রচারে নিষেধাজ্ঞার পর কমিশনকে কটাক্ষ করেন অনুব্রত।

  Published by:Sanjukta Sarkar
  First published: