হোম /খবর /দেশ /
আগামী এক সপ্তাহ আরও কঠোর, ২০ এপ্রিল পর্যন্ত প্রতিটি এলাকায় মূল্যায়ন: PM Modi

আগামী এক সপ্তাহ আরও কঠোর, ২০ এপ্রিল পর্যন্ত প্রতিটি এলাকায় মূল্যায়ন: PM Modi

]

]

প্রধানমন্ত্রীর মতে, স্থানীয় স্তরে একজনও সংক্রমিত হওয়া চলবে না। এই কারণে হটস্পটগুলিকে চিহ্নিত করে আরও বেশি সতর্ক হয়ে কাজ করতে হবে ৷ নজর রাখতে হবে সাম্ভব্য হটস্পটগুলিতেও।

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার সকালে দেশবাসীর উদ্দেশে বলেন, ‘‘দুনিয়ার অন্য দেশের তুলনায় আমরা অনেক এগিয়ে আছি। সংক্রমণ ভারতের থেকে ৩০ গুণ বেশি অন্যান্য দেশে। আমরা সমন্বয়ী পদ্ধতিতে কাজ করেই এই জায়গায় এসেছি। আমরা সোশ্যাল ডিস্টেন্সিং আর লকডাউনের ফল পাচ্ছি।’’

তিনি আরও বলেন, ‘‘আর্থিক ভাবে দেখলে আমরা ক্ষতিগ্রস্থ হয়েছি। কিন্তু জীবন বেঁচেছে। আমরা যে পথে চলেছি তা সারা পৃথিবীতে চর্চিত। প্রতিটি রাজ্য ভাল ভাবে কাজ করেছে। কিন্তু তার পরেও করোনা স্বাস্থ্য বিশেষজ্ঞদের চিন্তিত করছে। আমরা কীভাবে করোনা বিজয়ী হব? কী ভাবে ক্ষতি কমাব? এই নিয়ে সব রাজ্যের সঙ্গে আমি কথা বলেছি। তাতে লকডাউন বাড়ানের পক্ষেই মত এসেছে। অনেক রাজ্য আগেই এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা ৩ মে পর্যন্ত লকডাউন চালাব ৷’’

প্রধানমন্ত্রীর মতে, ‘‘ স্থানীয় স্তরে একজনও সংক্রমিত হওয়া চলবে না। এই কারণে হটস্পটগুলিকে চিহ্নিত করে আরও বেশি সতর্ক হয়ে কাজ করতে হবে ৷ নজর রাখতে হবে সম্ভাব্য হটস্পটগুলিতেও। আগামী এক সপ্তাহ আমরা করোনার বিরুদ্ধে লড়াই আরও জোরদার করব। ২০ এপ্রিল পর্যন্ত প্রতিটি এলাকায় বাড়িতে মূল্যায়ণ হবে। যে অঞ্চলে হটস্পট কমবে, সেখানে বিশেষ অনুমতি মিলবে৷ ’’

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Coronavirus, PM Modi