#বাঁকুড়া: ফের করোনা আক্রান্তের খোঁজ মিলল বাঁকুড়ার কোতুলপুর ও ইন্দাস এলাকায়। নতুন করে ওই দুই এলাকায় আক্রান্ত তিন জন। জানা গিয়েছে ২৭ তারিখ রাতেই কোতুলপুরে এক জন ও ইন্দাসে দু’জন করোনা আক্রান্তের খোঁজ পায় বাঁকুড়া জেলা প্রশাসন। রাতেই করোনা আক্রান্ত তিন জনকে ওন্দা কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, কোতুলপুর থানা এলাকার করোনা আক্রান্ত ২২ বছরের যুবক মুম্বই থেকে ২১ মে বাঁকুড়া ফিরেছিলেন। ওই দিন তাঁর লালারসের নমুনা সংগ্রহ করা হয়। ২৭ তারিখ সেই লালারসের রিপোর্টে কোভিড নাইনটিন পজিটিভ আসে। অন্যদিকে, ইন্দাস থানা এলাকায় দু’জনের কোভিড নাইন্টিন পজিটিভ ধরা পড়ে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bankura, Coronavirus