#আমস্টারডাম: উৎসেচক ACE2। মহিলাদের থেকে পুরুষদের শরীরে এই উৎসেচকের মাত্রা অনেকটাই বেশি। আর তাই, পুরুষদের করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কাও বেশি। নেদারল্যান্ডসের বিজ্ঞানীদের গবেষণায় চাঞ্চল্যকর দাবি। ACE2 উৎসেচকের জেরেই পুরুষদের বিপদ বেশি ৷
বিভিন্ন দেশেই দেখা গিয়েছে, মহিলাদের তুলনায় পুরুষরা করোনায় বেশি আক্রান্ত। কিন্তু কেন? নেদারল্যান্ডসের বিজ্ঞানীরা, এর জন্য একটি উৎসেচককে দায়ী করছেন।উৎসচেকটির নাম ‘অ্যাঞ্জিওটেনসিন কনভারটিং এনজাইম টু’ সংক্ষেপে বলা হয় ACE2 ৷
নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টার গ্রনিনজেনের বিজ্ঞানীদের দাবি, মহিলাদের তুলনায় পুরুষদের শরীরে ACE2-র মাত্রা অনেক বেশি ৷ এই উৎসেচকটি কোষের গায়ে লেগে থাকে ৷ এটি এক ধরনের রিসেপটর বা গ্রহিতা ৷ করোনা ভাইরাস শরীরে প্রবেশ করলে এই উৎসেচক তাকেও গ্রহণ করে ৷ ফলে ভাইরাসটি কোষের মধ্যে ঢোকার সুযোগ পায় ৷ তারপর ছড়িয়ে পড়ে সারা শরীরে ৷ হৃদপিণ্ড, ফুসফুস, লিভারে এই উৎসেচক থাকে ৷
নেদারল্যান্ডসের বিজ্ঞানীদের দাবি, যেহেতু মহিলাদের থেকে পুরুষদের শরীরে এই উৎসেচকের মাত্রা অনেকটাই বেশি, তাই পুরুষদের করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কাও তুলনায় বেশি।