#কেরল: করোনা মোকাবিলায় গোটা দেশে লকডাউন। গৃহবন্দি মানুষজন। দেশের নানা প্রান্তে আটকে পড়েছেন ভিনরাজ্য থেকে আসা বহু মানুষ। কেউ বা গিয়েছিলেন কাজে, কেউ বা পড়ুয়া। আচমকা লকডাউন ঘোষণা হওয়ায় বন্ধ হয়ে গিয়েছে সমস্তরকমের যান চলাচল। এরমধ্যে রয়েছে ট্রেন, বাস, বিমান পরিষেবাও! অসহায় বহু মানুষ পরিবার ছেড়ে এখন দিন কাটাচ্ছেন ভিনরাজ্যে। এরমধ্যে এমন বহু মানুষও আছেন যাঁরা কার্যসূত্রে অন্য দেশে পাড়ি দিয়েছিলেন। করোনার প্রকোপ শুরু হলে তাঁরা দেশে ফিরেছেন, কিন্তু সংক্রমণ এড়াতে তাঁদের কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করেছে সরকার। এককথায় মারণ ভাইরাস করোনার থাবায় লণ্ডভণ্ড হয়ে গিয়েছে মানুষের জীবনযাপন!
এরমধ্যেই সমানে আসছে বহু করুণ ঘটনা। যেমন, কেরালার বাসিন্দা ৩০ বছরের লিনো আবেল রোজগারের তাগিদে পাড়ি দিয়েছিলেন কাতার। এমন সময় খবর যায়, বাবা অসুস্থ, হাসপাতালে ভর্তি। তড়িঘড়ি লিনো ভারতে চলে আসেন, কিন্তু কাতারে করোনার প্রকোপ বেশ ভয়াবহ! কাজেই সতর্কতা অবলম্বন করে যুবককে কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত নেয় সরকার। বিমানবন্দর থেকেই তাঁর ঠিকানা হয় কোয়ারেন্টাইন সেন্টার। এরমধ্যেই খবর আসে, বাবার মৃত্যু হয়েছে। আইশোলেশন ওয়ার্ড ছেড়ে বেরনো সম্ভব নয়! তাই ভিডিও কলেই বাবার শেষকৃত্যের সাক্ষী থাকলেন ছেলে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Father last rite vc