#কলকাতা: খাদ্য সঙ্কটের কোনও সম্ভাবনাই নেই৷ মানুষের বাড়িতে খাবার পৌঁছে দিতে সব থানা দায়িত্ব নিচ্ছে৷ সবাই যাতে খাদ্যপণ্য পরিমাণ মতো পান, তা মনিটরিং করবেন সংশ্লিষ্ট জেলার জেলাশাসক ও পুলিশ সুপার৷ বুধবার একথা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
We have to ensure that there is no scarcity of food. All Police stations will take responsibility to deliver food at doorsteps and it will be monitored by District Magistrates & Police Superintendents: West Bengal CM, Mamata Banerjee #COVID19 pic.twitter.com/4ja2zipXhY
— ANI (@ANI) March 25, 2020
করোনা মোকাবিলায় রাজ্য দুটি টাস্ক ফোর্স গঠন করেছে বলেও জানান তিনি৷ বলেন, 'রাজ্যে কন্ট্রোলরুম খোলা হয়েছে৷ কন্ট্রোল রুম নম্বর ১০৭০৷ রাজ্যের হেল্পলাইন নম্বর ০৩৩-২২১৪৩৫২৬৷ যে কোনও সমস্যায় পড়লে এই নম্বরে ফোন করুন৷' রেশন দোকানে ভিড় কমাতে মুখ্যমন্ত্রীর নির্দেশ, প্রয়োজনে ১ মাসের চাল-গম একেবারে দেওয়া হবে৷ অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহে কোনও বাধা নেই৷ ডেলিভারি বয়দের হেনস্থা করবেন না৷ হোম ডেলিভারির জন্য বিশেষ পাস দেওয়া হবে৷ গোটা রাজ্যে একই পাস চলবে৷
একই সঙ্গে কেন্দ্রকে অবলিম্বে আর্থিক প্যাকেজ ঘোষণারও দাবি জানান মমতা৷ তিনি জানান, জাতীয় বিপর্যয় আইনেই এই লকডাউন৷ কেন্দ্রের নির্দেশ মানতেই হবে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Coronavirus in Benagl