#মুম্বই: করোনার জেরে টালমাটাল অবস্থা বিশ্ব অর্থনীতিতে৷ ব্যাপক খারাপ অবস্থা ভারতের শেয়ারবাজারেও৷ বৃহস্পতিবার ভারতের শেয়ারবাজার একলাফে ৭ শতাংশ পড়ল৷ করুণ অবস্থা ডলারের সাপেক্ষে টাকার দামেও৷ ইতিহাসে এই প্রথম ডলারের সাপেক্ষে টাকার দাম হল ৭৫ টাকা৷ বিশ্ব অর্থনীতিতে ঘোর মন্দার মেঘ দেখছেন অর্থনীতিবিদরা৷
ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি গত ৪ বছরে এই প্রথম ৮ হাজারের নীচে নেমে গেল৷ এ বছর সবচেয়ে খারাপ ভাবে নিফটি পতন হয়েছিল শেষবার ২০ জানুয়ারি৷ ৩৬.৮ শতাংশ পড়েছিল৷
ডলারের সাপেক্ষে টাকার দাম ৭৫ টাকায় ঠেকল৷ এত খারাপ অবস্থা আগে হয়নি৷ বাজার বিশেষজ্ঞদের মতে, বিশ্বের সঞ্চিত মুদ্রার চাহিদা বাড়তে পারে, এই আশঙ্কায় ভুগছেন বিনিয়োগকারীরা৷
খারাপ দশা বিশ্ব বাজারেও৷ জাপানে শেয়ারবাজার ৪ বছরে সবচেয়ে খারাপ ভাবে পতন হল, ৫ শতাংশ নামল একধাক্কায়৷