#লন্ডন: ব্রিটেনে পরিচালিত এক সমীক্ষায় দেখা গিয়েছে, অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ শুরুর পর অনেকটাই নিম্নমুখী করোনাভাইরাসের সংক্রমণ । ভ্যাকসিনটির এই সফলতাকে ‘একেবারে দুর্দান্ত’ আখ্যা দিয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। সমীক্ষার ফলাফলে মহামারি অবসানের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এবারই প্রথমবারের মতো কোনও ভ্যাকসিন প্রয়োগের পর ভাইরাসটির বিস্তার কমার কথা জানা গেলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এই তথ্য সংগৃহীত হয়েছে।
ব্রিটেনে এখনও পর্যন্ত ৯৬ লাখ মানুষকে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ প্রয়োগ করেছে। নতুন প্রকাশিত সমীক্ষাটি পরিচালনা করেছে ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। আনুষ্ঠানিকভাবে এর ফলাফল এখনও প্রকাশ করা হয়নি। তবে এতে দেখা গিয়েছে, তাদের তৈরি ভ্যাকসিনটি সংক্রমণ ঠেকাতে উল্লেখযোগ্য মাত্রায় কার্যকর। এর অর্থ হলো এই ভ্যাকসিন গ্রহণকারীরা অন্যদের সংক্রমিত হওয়া থেকেও সুরক্ষা দেবেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Britain