#নয়াদিল্লি: নতুন বছরে করোনা মোকাবিলায় একের পর এক ভাল খবর আসছে ভারতের৷ জোড়া কোভিড টিকার ছাড় মিলেছিল আগেই৷ এবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়ে দিল নতুন করে করোনা সংক্রমণের সংখ্যা শেষ ২৪ ঘণ্টায় নতুন করোনা সংক্রমণের হার ৯ শতাংশ কম৷
দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬,৫০8 জন৷ গত রবিবারও এই সংখ্যা ছিল ১৮,১৭৭। একদিনে করোনা কেড়ে নিয়েছে ২১৪ জনের প্রাণ, মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৪৯ হাজার ৬৪৯। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়ে ফিরেছেন ১৯ হাজার ৫৫৭ জন। এখন মোট সুস্থতার সংখ্যা সাড়ে ৯৯ লক্ষের কাছাকাছি।
India reports 16,505 new COVID-19 cases, 19,557 recoveries, and 214 deaths in last 24 hours, as per Union Health Ministry Total cases: 1,03,40,470 Active cases: 2,43,953 Total recoveries: 99,46,867 Death toll: 1,49,649 pic.twitter.com/yG6zMtf1T4
— ANI (@ANI) January 4, 2021
গতকাল করোনার দুই টিকা-কোভিশিল্ড ও কোভ্যাক্সিনকে সরকারি ভাবে ব্যবহারের অনুমোদন দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই) ভিজি সোমানি৷ তিনি জানিয়েছেন যে, শর্তসাপেক্ষে এবং জরুরি ভিত্তিতেই এই দুই করোনা টিকা সারা দেশে দেওয়া হবে। ডিসিজিআই দেশবাসীকে আশ্বস্ত করেছেন যে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনকা ও সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তৈরি কোভিশিল্ডের পাশাপাশি ভারত বায়োটেকের কোভ্যাকসিন ব্যবহার করা একশ শতাংশ নিরাপদ৷
এইএমসের ডিরেক্টর ডাক্তার রণদীপ গুলেরিয়া বলছেন আপাতত কোভ্যাকসিনকে ব্যাক-আপ হিসেবেই থাকছে৷ শুরুতে ব্যবহার হবে কোভিশিল্ড৷ তিনি বলেছেন, "কোভ্যাকসিনকে আপাতত ব্যাক-আপ হিসেবে ব্যবহার করা যেতে পারে৷ আচমকা করোনার সংক্রমণ বাড়লে জরুরি ভিত্তিতে আমরা টিকাকরণ করতে পারব৷ তখন কোভ্যাকসিন ব্যবহার করা যেতে পারে৷ যতক্ষণ না আমরা সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ডকে সুনিশ্চিত ভাবে ফলপ্রদ বলতে পারছি, ততক্ষণ কোভ্যাকসিন ব্যাক-আপেই থাক৷"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Virus