#কলকাতা: গোটা রাজ্য জুড়ে সম্প্রসারিত হয়েছে লকডাউন ৩১ মার্চ ২০২০ পর্যন্ত ৷ মহামারী করোনা রুখতে একাধিক পদক্ষেপ রাজ্য সরকার ৷ ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানিয়েছে করোনা মরামারীর মত গতিবেগ বাড়িয়েছে ৷ করোনার বিরুদ্ধে বাঁচতে গেলে বিচ্ছিন্ন থাকতে হবে ৷ #BreakTheChain ৷ বাড়িতে থাকার জন্য আবেদন জানিয়েছে প্রশাসন ৷
১৫ এপ্রিল থেকে ৩০ পর্যন্ত এই টাকার জন্য আবেদন করা যাবে ৷ ফলে কিছুটা হলেও অসংগঠিত শ্রেণির শ্রমজীবীরা অর্থিক সুবিধা পাবেন ৷ আজও সাংবাদিক সম্মেলনে বারেবারে মুখ্যমন্ত্রী আবেদন করেছেন কোনও মতেই যেন কেউ বাইরে বেরবেন না ৷
চক্রবৃদ্ধি হারে বেড়েই চলেছে করোনা মহামারী ৷ এর বিরুদ্ধে সবাইকেই রুখে দাঁড়াতে হবে ৷ কোনও রকম ভাবেই জমায়েত হওয়া চলবেনা ৷ এই অনুরোধ বারেবারে মুখ্যমন্ত্রী করে চলেছেন ৷ লকডাউন না মানলে কড়া শাস্তির মুখে পড়তে হবে এমনটাই জানিয়েছে কেন্দ্র ৷