#হায়দরাবাদ : রাশিয়া থেকে ভারতে পৌঁছাল স্পুটনিক ভি৷ আজ বিকেল ৪টে নাগাদ মস্কো থেকে বিশেষ বিমানে হায়দরাবাদে এল করোনার টিকা৷ প্রথম দফায় স্পুটনিক ভি-এর দেড় লাখ ডোজ় ভারতে এসেছে ৷ এই মাসেই রাশিয়া থেকে আরও ১০ লাখ ডোজ় ভারতে আসার কথা রয়েছে ৷
দেশে এখনও পর্যন্ত যে ভ্যাকসিনগুলি ব্যবহার করা হচ্ছে, কোভিশিল্ড ও কোভ্যাকসিন -- দু'টিরই চাহিদা অনুযায়ী জোগান দেওয়া যাচ্ছে না টিকাকরণ কেন্দ্রগুলিতে৷ অনেকক্ষেত্রেই দেখা গিয়েছে, নাম নথিভুক্ত থাকা সত্বেও টিকা পাচ্ছেন না ইচ্ছুক ব্যক্তিরা। টিকাকরণ কেন্দ্র থেকে ফিরে আসতে হয়েছে অনেককেই৷ টিকার অপ্রতুলতার জন্য টিকাকরণই বন্ধ রেখেছে বহু সরকারি ও বেসরকারি হাসপাতাল। এই পরিস্থিতিতে তৃতীয় বিকল্প হিসেবে স্পুটনিক ভি প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র৷ শনিবার তারই প্রথম দফার দেড় লাখ ডোজ় হায়দরাবাদে এসে পৌঁছাল ৷
The efficacy of @sputnikvaccine in among the highest in the world, and this vaccine will also be effective against new strains of #COVID19.
Its local production is about to start soon and is planned to be gradually increased up to 850 million doses per year. https://t.co/110FamAB5s pic.twitter.com/gHj13BnPEx — Nikolay Kudashev 🇷🇺 (@NKudashev) May 1, 2021
আগের দুটি ভ্যাকসিন অর্থাৎ, কোভিশিল্ড এবং কোভ্যাকসিন ভারতেই তৈরি হয়েছে ৷ স্পুটনিক ভি প্রথম করোনা ভ্যাকসিন যা বাইরে থেকে আমদানি করল ভারত ৷ গত মাসেই ডিজিসিআই-এর তরফে স্পুটনিক ভি-এর জরুরি পরিস্থিতিতে ব্যবহারের অনুমতি দেওয়া হয়৷ এদিকে আজ থেকেই ১৮ বছরের ঊর্ধ্বে ইচ্ছুক সকলকে করোনা টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে৷ ফলে টিকার চাহিদা আগের তুলনায় আরও বাড়বে৷ এই পরিস্থিতিতে স্পুটনিক ভি এ-দেশের করোনা টিকাকরণে বিশেষভাবে কার্যকর হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা৷
#WATCH The first consignment of Sputnik V vaccines from Russia arrive in Hyderabad pic.twitter.com/PqH3vN6ytg
— ANI (@ANI) May 1, 2021
প্রসঙ্গত, বিশ্ববাজারে এই প্রতিষেধক স্পুটনিক ভি-ই প্রথম করোনাভাইরাস প্রতিষেধক হিসেবে নথিভুক্ত করা হয়েছিল। এটি তৈরি হয়েছে মস্কোয়। ভারতীয় বাজারে এটি তৃতীয় কোভিড প্রতিষেধক। অতিমারির সঙ্কটে টিকার ঘাটতি সামলাতেই ড্রাগস কনট্রোলার জেনেরাল অফ ইন্ডিয়া এই প্রতিষেধক ব্যবহারে সম্মতি দেয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: COVID-19