হোম /খবর /কলকাতা /
অন্য কলকাতা ! হুড়োহুড়ি নয়, নিরাপদ দূরত্বে দাঁড়িয়েই ওষুধ কেনাকাটা

অন্য কলকাতা ! হুড়োহুড়ি নয়, নিরাপদ দূরত্বে দাঁড়িয়েই ওষুধ কেনাকাটায় সাধারণ মানুষ

সাধারণ মানুষের সচেতনতা না বাড়লে কখনই করোনা যুদ্ধে জয়লাভ সম্ভব নয়

  • Last Updated :
  • Share this:

#নারকেলডাঙা: করোনার করাল থাবায় আম জনতা এক্কেবারে দিশেহারা ৷ আগামী ২১ দিন লকডাউন থাকবে গোটা দেশ ৷ সুস্থ থাকতে গেলে লকডাউন মানতেই হবে ৷ এছাড়ায় করোনা ভাইরাসের হাত থেকে রাষ্ট্রকে বাঁচানো সম্ভব নয় ৷ এমনটাই গতকাল জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আমেরিকা, ইতালি, ফ্রান্স-সহ বিশ্বের প্রথম সারির দেশে করোনা আতঙ্ক রাতের ঘুম কেড়ে নিয়েছে সবারই ৷

মৃত্যু যেন বারেবারে কড়া নাড়ছে ৷ প্রধানমন্ত্রী সবার কাছে আবেদন জানিয়েছেন দরজার বাইরে একটি লক্ষ্মণরেখা টেনে রাখতে হবে কোনও মূল্যেই বেরনো ঘরের বাইরে যাবেনা ৷ সমস্ত সরকারি নির্দেশিকা মেনে সবাইকেই বাড়িতে থাকতে হবে ৷ শহর কলকাতার বুকে নজির বিহীন সাধারণ মানুষের দায়িত্বজ্ঞান হীনতার ছবি দেখতে পাওয়া গিয়েছে ৷ নিত্যপ্রযোজনীয় পণ্য, খাদ্য সামগ্রীর কোনও অভাব নেই বারেবারে নিশ্চিত করেছে প্রশাসন ৷ অকারণে সাধারণ মানুষ ভিড় জমিয়েছেন ৷ তাঁদেরকে বুঝিয়েছেন কখনও বা কঠোর পদক্ষেপ নিতে হয়েছে পুলিশকে ৷

তবুও কিছুটা আশার আলো দেখতে পাওয়া গিয়েছে খোদ কলকাতায় নারকেলডাঙায় ওষুধের দোকানের বাইরে সাধারণ মানুষ একে অপরের থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে কেনাকাটা করছেন জীবনদায়ী ওষুধ ৷

Published by:Arjun Neogi
First published:

Tags: Coronavirus, Kolkata, Narkeldanage