corona virus btn
corona virus btn
Loading

আরও এক অভিনেতার মৃত্যু মুম্বইয়ে, শোকে পাথর ইন্ডাস্ট্রি...

আরও এক অভিনেতার মৃত্যু মুম্বইয়ে, শোকে পাথর ইন্ডাস্ট্রি...

অনেকদিন ধরেই ভুগছিলেন তিনি এবং করোনাও ধরা পড়েছিল অভিনেতার৷

  • Share this:

#মুম্বই: সুশান্তের মৃত্যুর খবরটাই তো এখনও মেনে নিতে পারেনি অনেকে, শোক ভোলা তো দূরের কথা৷ তার মধ্যেই ফের এক অভিনেতার মৃত্যু৷ শোকে পাথর টিভি ইন্ডাস্ট্রি৷ যদিও অভিনেতা অনেক দিন ধরে ভুগছিলেন এবং তিনি করোনা আক্রান্তও ছিলেন৷ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেত্রী জয়া ভট্টাচার্য৷

হিন্দি টেলিভিশন অভিনেত্রী জয়া ভট্টাচার্য একটি ছবি পোস্ট করে লিখেছেন, 'এই টেডি বিয়ারের মধ্যে যে ছেলেটি রয়েছে, যাকে দেখা যাচ্ছে না, সে আমাদের প্রিয় ইরফান৷ আর নেই৷ অনেকদিন ধরেই অসুস্থ ছিল৷ আমি বহুবার বলেছিলাম ওর অসুস্থতার রিপোর্ট দেখাতে৷ যাতে আমি বুঝতে পারি আসল সমস্যা কী৷ গত ২ বছর ধরে ও ভুগছিল৷ কিন্তু আমায় গুলাব দাদা জানান যে, ইরফান হাসপাতালে ভর্তি এবং খুবই অসুস্থ৷ এমনকি করোনাও হয়েছে৷ ইরফান আর আমাদের মধ্যে নেই৷ এই নিয়ে দ্বিতীয় এক প্রিয় ও কর্মঠ মানুষকে৷ হয়ত সময়মতো সঠিক চিকিৎসায় ওকে বাঁচানো যেত৷ খুব খারাপ লাগছে'৷ Thapki Pyar Ki সিরিয়ালে ক্যারেকটার আর্টিস্ট ছিলেন ইরফান৷

দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়েই চেলেছে৷ সাধারণ থেকে তারকা, এর কবলে পড়ছেন সকলেই৷ Diya Aur Baati Hum সিরিয়ালের অভিনেত্রীর মা করোনা পজিটিভ৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাছে সাহায্যও চেয়েছেন তিনি৷ মুখ্যমন্ত্রী সেই আর্জি শোনেন এবং মহিলার চিকিৎসাও শুরু হয়েছে শ্রী গঙ্গারাম হাসপাতালে৷

অন্যদিকে Yeh Rishta Kya Kehlata Hai-র অভিনেত্রী মোহিনা কুমারী সিং করোনা আক্রান্ত৷

Published by: Pooja Basu
First published: June 18, 2020, 8:17 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर