#তেলেঙ্গানা: ৩ মে পর্যন্ত গোটা দেশে লকডাউন ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার৷ কিন্তু প্রথম রাজ্য হিসেবে ৭ মে পর্যন্ত লকডাউন চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করল তেলেঙ্গানা সরকার৷ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এ দিন এই ঘোষণা করেছেন৷ একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, লকডাউন চলা পর্যন্ত রাজ্যে কোনওরকম বিধিনিষেধ শিথিল করা হবে না৷
এর পাশাপাশি কেসিআর এ দিন জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোটা রাজ্যেই সুইগি এবং জোম্যাটোর ফুড ডেলিভারি সংস্থার কাজ বন্ধ থাকবে৷ সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কাতেই এই সিদ্ধান্ত নিয়েছে তেলেঙ্গানা সরকার৷
তেলেঙ্গানায় এখনও পর্যন্ত মোট ৮৪৪ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ তার মধ্য ১৮ জনের মৃত্যু হয়েছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের ওয়েবসাইটে দাবি করা হয়েছে৷ তেলেঙ্গানার পাশাপাশি পঞ্জাবও এ দিন ঘোষণা করেছে, ৩ মে পর্যন্ত লকডাউনের কোনওরকম বিধিনিষেধ শিথিল করা হবে না৷ কেন্দ্রীয় সরকার অবশ্য এ দিন জানিয়েছে, নন হটস্পট এলাকাগুলিতে সোমবার থেকে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হবে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Lockdown, Telengana