#চেন্নাই: করোনার কাঁটায় বিদ্ধ গোটা বিশ্ব। এদেশেও আক্রান্তের সংখ্যা সাড়ে পাঁচ হাজার ছাড়িয়েছে । মৃত প্রায় ১৬৬। করোনা ঠেকাতে লকডাউন জারি হয়েছে দেশ জুড়ে। করোনা আক্রান্তের থেকে ছড়ায় সংক্রমণ । সেই সংক্রমণ রোধেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। লকডাউনে অত্যাবশ্যকীয় পণ্যে ছাড় দেওয়া হলেও বন্ধ মদের দোকান । আর এই কারণেই দেশবাসীদের একাংশ প্রবল ক্ষুব্ধ । নেশা করেন যাঁরা, তাঁদের অনেকেই মদের দোকান খোলার জন্য কেন্দ্রকে আবেদন করেছেন । এই তালিকায় রয়েছে বলি অভিনেতা ঋষি কাপুরের নামও । এছাড়াও অনেকেই মদ না পেয়ে খেয়েছেন রং, কেউ খেয়েছেন স্পিরিট । বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে এমন হটকারি সিদ্ধান্তে ।
এবার এমন ঘটনা ঘটল চেন্নাইয়ে । মদ ন পেয়ে নেশাগ্রস্থ ব্যক্তি ঝাঁপ দিলেন কুয়োর মধ্যে । কুয়োর ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বছর ছেচল্লিশের ওই ব্যক্তি । সোমবার রাতে ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের মানাভালাম এলাকায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Liquor, Tamil Nadu