#মুম্বই: ওরা কাঁদছে৷ কেউ বাড়ি না ফিরতে পেরে কাঁদছে, কেউ অদম্য লড়াই করে ফিরছে বাড়ির পথে, কেউ বা আবার বাড়ি ফিরতে গিয়েও ট্রেনে কাটা পড়ে প্রাণটাই হারিয়েছেন৷ ওরা পরিযায়ী শ্রমিক বা মাইগ্রেন্ট লেবার৷ করোনা ভাইরাসের জন্য আমরা যেমন কোয়ারেন্টাইন, আইসোলেশন শব্দগুলি শিখেছি, তেমনই জেনেছি পরিযায়ী শ্রমিক বা Migrant Labour শব্দগুলিও৷ তাদের দুর্দশার কয়েকটি ছবির কোলাজ নিয়ে তৈরি ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী তাপসী পান্নু (Taapsee Pannu)৷ লিখলেন যে এই ছবিগুলি ভোলার নয়৷ অনেক দিন ধরে এরা আমাদের চিন্তাভাবনায় থেকে যাবে৷ করোনা ভাইরাসের থেকেও এদের যন্ত্রণা আরও মারাত্মক, মত নায়িকার৷
কেউ রাস্তার ধারে বসে কাঁদছেন, কারণ বাড়ি ফেরার আগে মারা গিয়েছে তার ১ বছরের সন্তান৷ বা স্যুটকেসের ওপর ঘুমন্ত বাচ্চাকে রেখে সেটাই টেনে নিয়ে চলেছেন মা৷ কোথাও বা শ্রমিক ট্রেনের থেকে হাত বাড়িয়ে চাওয়া হচ্ছে একটু খাবার বা জল৷ এই সমস্ত ছবিতো ছিলই ৷ সঙ্গে আবার যুক্ত হয়েছে বাড়ি ফেরার পথে পরিযায়ীদের দুর্ঘটনার ছবি৷ কখনও ট্রেনে কাটা পড়ে কখনও আবার বাসের চাকায় পিষে মারা গিয়েছেন অনেকে৷ এই সমস্ত ছবি দেখে ডুকরে উঠেছে দেশবাসী৷ কিন্তু কমেনি এদের কষ্ট৷ কারণ গ্রামে ফিরতে পেরেও অধিকাংশ ক্ষেত্রে এরা করোনা আক্রান্ত বলে চক্ষুশুল হয়েছেন গ্রামবাসীদের৷ তাই এদের দুর্ভোগ চলছেই৷
এদের দুর্দশা নিয়ে কথা বলেছেন অনেক তারকা৷ এবার মুখ খুললেন তাপসী ৷ সিনেমার ক্ষেত্রে যে ধরণের প্রতিবাদী চরিত্র বেছে নেন তিনি, বাস্তবে তিনি তেমনই ৷ তাঁর ট্যুইটার স্টেটাসও সেকথাই বলে৷ রক্ত-মাংসের শরীরে মেরুদণ্ড সোজা, এমনভাবেই নিজের ব্যাখ্যা করেছেন তিনি৷ সেই তাপসী এবার পরিযায়ীদের মন খারাপ করা ভিডিও পোস্ট করলেন৷ লিখলেন যে করোনার সঙ্গে লড়াইয়ের থেকেও এমন ভুখা পেটের সঙ্গে লড়াই করার বেদনা বেশি৷ এই ছবিগুলি আমাদের মনে থেকে যাবে বহুদিন৷ স্বাভাবিক ভাবে যে পরিযায়ীদের কষ্ট কাঁদিয়ে চলেছে গোটা দেশকে, তাপসীও তার ব্যতিক্রমী নন৷
A series of pictures that probably will never leave our mind.The lines that will echo in our head for a long time.This pandemic was worse than just a viral infection for India.हमारे दिल से , आपके दिल तक, उन हज़ारों दिलों के लिए जो शायद हम सब ने तोड़े हैं । #Pravaasi #CovidIndia pic.twitter.com/dB5yyYvEYB
— taapsee pannu (@taapsee) June 10, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Migrant labour