হোম /খবর /খেলা /
করোনার জেরে এ বছরে বাতিল T20 World Cup, ২০২১ -র অক্টোবরে হবে খেলা

করোনার জেরে এ বছরে বাতিল T20 World Cup, ২০২১ -র অক্টোবরে হবে খেলা

Photo- File

Photo- File

কবে হবে খেলা , কবে হবে ফাইনাল জানুন

  • Last Updated :
  • Share this:

#দুবাই: করোনা ভাইরাস অতিমারির জেরে এবার সরকারিভাবে পিছিয়ে গেল ICC T20 ক্রিকেট বিশ্বকাপ ৷ এই বছর অস্ট্রেলিয়াতে হওয়ার কথা ছিল এই টুর্নামেন্ট ৷

সোমবারে আইসিসি-র বৈঠকে সামনের তিন বছরে কী করে ক্রিকেট ঠিক করে পরিচালনা করা যাবে তা নিয়ে আলোচনা করা হয় ৷ আইসিবি বোর্ড   (the commercial subsidiary of the ICC) ঠিক করেছে কীভাবে বিভিন্ন ক্যালেন্ডার ইয়ারে ক্রিকেটের গুরুত্বপূ্র্ণ ইভেন্টগুলিকে ঢুকিয়ে দেওয়া যায়৷ তার জন্য বিভিন্ন ক্রিকেট ইভেন্ট আয়োজনের পরিষ্কার ক্রীড়াসূচি গঠনের ওপরও জোর দেওয়া হয়েছে ৷ এদিকে COVID-19 পরিস্থিতির জন্য আগামী তিন বছরের পূর্বনির্ধারিত ক্রিকেট ক্যালেন্ডার নতুন ভাবে তৈরি হতে হচ্ছে ৷ দেখে নিন ক্রীড়াসূচি--
ICC Men’s T20 World Cup 2021 অক্টোবর ও নভেম্বরে হবে ৷ ফাইনাল হবে ২০২১ -র ১৪ নভেম্বর ৷
ICC Men’s T20 World Cup 2022 হবে অক্টোবর ও নভেম্বরে আর ফাইনাল হবে ১৩ নভেম্বর ২০২২ ৷ICC Men’s Cricket World Cup 2023 হবে ভারতে ৷ ফাইনাল হবে ২০২৩ -র ২৬ নভেম্বর ৷IBC বোর্ড জানিয়েছে তারা সবসময়েই পরিস্থিতির ওপর কড়া নজর রাখবে ৷ আইসিসি মহিলাদের বিশ্বকাপ আগামী বছর ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডে হওয়ার কথা ৷ এখনও অবধি তারা সেই ক্রীড়াসূচি স্থির রেখেই এগোচ্ছে ৷আইসিসি চিফ এগজিকিউটিভ মানু সাওহানে বলেছেন, ‘পুরো বিষয়টির জন্য একেবারে আঁটোসাঁটো ও জটিল প্ল্যানিংয়ের মধ্যে দিয়ে এগোতে হচ্ছে, আমাদের এক নম্বর এবং প্রধান লক্ষ্য এই খেলার সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের সকলের স্বাস্থ্য ও সুরক্ষা ৷ ’তিনি আরও জানিয়েছেন, ‘আমাদের কাছে কাছে যা যা বিকল্প ব্যবস্থা ছিল সেই সব খতিয়ে দেখার পরেই আইসিসি পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপ পিছনোর সিদ্ধান্ত নিয়েছে ৷আর এরই সূত্র ধরে আমরা ফ্যানদের জন্য দুটি সফল  ও সুরক্ষিত বিশ্বকাপের পরিকল্পনা করেছি ৷ ’এদিকে এর আগে  ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা আশা করছেন সোম‌বারই আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তাদের সিদ্ধান্ত স্পষ্ট করে দেবে। টুর্নামেন্ট বাতিলের পক্ষে হাঁটবেন আইসিসি কর্তারা। সরকারিভাবে এটা হওয়ার পরই বোর্ডকর্তারা আইপিএলের প্রস্তুতি জোরকদমে শুরু করে দিতে চান।

গত শুক্রবার বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকেই আইপিএল দুবাইয়ে করার ব্যাপারে একপ্রকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের সঙ্গেও এই বিষয়ে বোর্ড কর্তারা আলোচনাও শুরু করে দিয়েছেন। বোর্ড সূত্রে খবর, আইপিএল সূচিও তৈরি। ২৬ সেপ্টেম্বর থেকে ৬ নভেম্বর পর্যন্ত আইপিএল দুবাইয়ের মাটিতে আয়োজিত হবে। সেই দেশের তরফেও গ্রিন সিগন্যাল ইতিমধ্যেই পেয়েছেন বোর্ড কর্তারা। ছয় সপ্তাহের নতুন ফরম্যাটে আয়োজিত হবে টুর্নামেন্ট। শুধু অপেক্ষা টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল ঘোষণা হওয়ার। সোমবার আইসিসি বৈঠকে উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকের পর এক বিসিসিআই কর্তা জানিয়েছিলেন, ‘‌প্রথম ধাপ ছিল এশিয়া কাপ স্থগিত হওয়া, যেটা ইতিমধ্যেই বাতিল হয়েছে। এখন আইসিসি যতক্ষণ না টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল ঘোষণা করছে, ততক্ষণ আমরা নিজেদের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যেতে পারছি না। ইতিমধ্যেই ক্রিকেট অস্ট্রেলিয়া বিশ্বকাপ আয়োজন করা সম্ভব নয় বলে জানিয়ে দিলেও আইসিসি অযথা সময় নিচ্ছে। আশা করি পরের বৈঠকেই ওরা সিদ্ধান্ত ঘোষণা করবে।’‌

Published by:Debalina Datta
First published:

Tags: ICC, T20 World Cup