হোম /খবর /খেলা /
পিছিয়ে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ, টুর্নামেন্ট হতে পারে ২০২২-এ

পিছিয়ে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ, টুর্নামেন্ট হতে পারে ২০২২-এ

পিছিয়ে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ৷

পিছিয়ে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ৷

সূত্রের খবর অনুযায়ী, আগামী বছর ফেব্রুয়ারি- মার্চ মাসে টুর্নামেন্ট হওয়ার সম্ভাবনা থাকলেও ক্রিকেট অস্ট্রেলিয়া তাতে খুব একটা উৎসাহী নয়৷

  • Last Updated :
  • Share this:

#লন্ডন: আইপিএল-এর মতোই এবার পিছিয়ে যেতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপও৷ পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী চলতি বছরের অক্টোবর মাসে অস্ট্রেলিয়ায় এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল৷ কিন্তু করোনা মহামারির জেরে এবার তা পিছিয়েই যেতে চলেছে বলে খবর৷একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকের খবর অনুযায়ী, আগামী ২৮ মে আইসিসি-র একটি বৈঠক রয়েছে৷তার পরেই সরকারি ভাবে টুর্নামেন্ট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করে দেবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা৷

এ বছর এই টুর্নামেন্ট করলেও, তা করতে হতো দর্শকশূন্য স্টেডিয়ামে৷ সেক্ষেত্রে টিকিট বিক্রি করে হওয়া আয় থেকে পুরোপুরি বঞ্চিত হতো অস্ট্রেলিয় বোর্ড৷ তার উপর যাবতীয় সতর্কবিধি মেনে ১৬টি দেশের এই টুর্নামেন্টের আয়োজনও অস্ট্রেলিয়া বোর্ডের পক্ষে কঠিন হয়ে যেত৷

সূত্রের খবর অনুযায়ী, আগামী বছর ফেব্রুয়ারি- মার্চ মাসে টুর্নামেন্ট হওয়ার সম্ভাবনা থাকলেও ক্রিকেট অস্ট্রেলিয়া তাতে খুব একটা উৎসাহী নয়৷ কারণ তার পর পরই এপ্রিল- মে মাসে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে পারে৷ সেক্ষেত্রে টানা তিন চার মাস টি টোয়েন্টি ক্রিকেট হল দর্শকরা আগ্রহ হারাতে পারেন৷ তাছাড়া সেই সময় ইংল্যান্ডের অস্ট্রেলিয়া সফরে আসার কথা রয়েছে৷

তবে সবথেকে জোরালো ভাবে যে সম্ভাবনার কথা উঠে আসছে তা হলো, টুর্নামেন্ট পিছিয়ে একবারে ২০২২ সালে করা৷ সেক্ষেত্রেও আয়োজক দেশ হিসেবে দায়িত্বে থাকবে অস্ট্রেলিয়াই৷

Published by:Debamoy Ghosh
First published: