#বর্ধমান: বুধবার বর্ধমানের সাংবাদিকদের করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হল । এদিন বর্ধমানের তথ্য ও সংস্কৃতি দফতরের সামনে সাংবাদিকদের লালারসের নমুনা সংগ্রহ করা হয় । সাঁইত্রিশ জন সাংবাদিক করোনা পরীক্ষার জন্য লালারসের নমুনা দিয়েছেন । এখন শুধু রিপোর্ট পাওয়ার অপেক্ষা ।
পূর্ব বর্ধমান জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দেড়শো ছুঁইছুঁই । প্রায় প্রতিদিনই জেলায় করোনা আক্রান্তের হদিশ মিলছে । বর্ধমান শহরে সুভাষপল্লী এলাকার এক নার্স , উদয়পল্লীর এক ব্যক্তি , তেলিপুকুরের এক যুবক করোনা আক্রান্ত হয়েছিলেন । এছাড়াও বর্ধমানের ছোটনীলপুর ভারত সেবাশ্রম সংঘের এক মহারাজ ও তারপর আরও এক ব্যক্তি কলকাতা থেকে ফিরে করোনা আক্রান্ত হয়েছেন । তবে প্রথম তিনজন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । বাকি দুজন এখনও চিকিৎসাধীন ।
সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের কাজের প্রয়োজনে প্রতিদিনই জনবহুল এলাকায় যেতে হচ্ছে । কন্টেইনমেন্ট জোন থেকে শুরু করে পরিযায়ী শ্রমিকদের বিশেষ ট্রেনে ফিরে আসা-সব তথ্য সংগ্রহে বের হতে হচ্ছে । বাসিন্দাদের ক্ষোভ বিক্ষোভ তুলে ধরতে যেতে হচ্ছে । প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে পুলিশ কর্তা, নেতা মন্ত্রী- সবারই কাছাকাছি যেতে হচ্ছে সাংবাদিক , চিত্র সাংবাদিকদের । তাই তাঁদের আক্রান্ত হওয়ার আশঙ্কাও বেশি । আবার তাঁরা আক্রান্ত হলে তাঁদের মধ্য দিয়ে আক্রান্ত হতে পারেন তাঁদের সংস্পর্শে আসা পরিবারের সদস্যরা । আক্রান্ত হতে পারেন পুলিশ প্রশাসনের আধিকারিক , নেতা , মন্ত্রী, এলাকার বাসিন্দাদের অনেকেই ।
তাই সাংবাদিক এবং চিত্র সাংবাদিকদের জন্য করোনা পরীক্ষার ব্যবস্থা করেছিল প্রশাসন । প্রত্যেকের নাম নথিভুক্ত করার পর বিশেষ সাবধানতায় পিপিই কিট পরে লালারসের নমুনা সংগ্রহ করেন চিকিৎসক ও স্বাস্থ্য দফতরের কর্মীরা । মোট ৩৭ জন সাংবাদিক ও সংবাদ কর্মী লালারসের নমুনা দিতে হাজির হন । সংগ্রহ করা নমুনা পরীক্ষার জন্য বর্ধমান মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে । এখন সেই রিপোর্টের অপেক্ষা ।
Saradindu Ghosh
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, East Bardhaman, Swab sample