উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষের আগেই পড়া ছেড়ে ডিম বেচতে বাধ্য হল ফার্স্ট বয়! জানতে পেরে পাশে দাঁড়ালেন শুভেন্দু অধিকারী
ফাইল ছবি ৷
আগামী দিনেও যে কোন সমস্যায় পাশে থাকার আশ্বাস দিয়েছেন শুভেন্দু বাবু । প্রয়োজনে আরো টাকা পাঠাবেন তিনি, এমন কথাও জানিয়েছেন অয়নের পরিবার কে। তবে শর্ত একটাই।
#জলপাইগুড়ি: লকডাউনে সংসার চালাতে রাস্তায় ডিম বিক্রি করছে মেধাবী ছাত্র। জলপাইগুড়ি জেলার মাল মহকুমা র ক্ষুদিরাম পল্লীর ওই বাসিন্দা অয়ন সেন। স্থানীয় হাই স্কুলের ফার্স্ট বয়। লকডাউনে পরিবারের পাশে দাড়াতেই অয়নের এই উদ্যোগ দেখে সেদিন চোখের জল ফেলেছিলেন বহু মানুষ। সব ঠিক থাকলে এই সময় অয়নের উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা। তাকে ঘিরে আশায় বুক বেধেছিলেন তার স্কুলের মাস্টারমশাইরা ও। অথচ কি করুণ পরিণতি।অনেকের মতোই খবরটি চোখে পড়ে মন্ত্রী শুভেন্দু অধিকারীর। ছেলেটির খোঁজ নিতে শুরু করেন শুভেন্দু বাবু। মাল মহকুমার বেশ কিছু রাজনৈতিক কর্মী র সহায়তায় শেষমেশ খুজে পান অয়ন কে। তার স্কুল মারফৎ ছেলেটির ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর জোগাড় করেন শুভেন্দু অধিকারী। সোমবারই অয়নের অ্যাকাউন্টে ২০ হাজার টাকা পাঠান মন্ত্রী। একইসঙ্গে আগামী দিনেও যে কোন সমস্যায় পাশে থাকার আশ্বাস দিয়েছেন শুভেন্দু বাবু । প্রয়োজনে আরো টাকা পাঠাবেন তিনি, এমন কথাও জানিয়েছেন অয়নের পরিবার কে। তবে শর্ত একটাই। অয়ন যেন কোনভাবেই পড়াশোনা না ছাড়ে। এবং সব ছেড়ে এখন পড়াশোনা তেই যেন মন দেয়। পরিবহন মন্ত্রী র এই আশ্বাসে যেন নতুন জীবন পেয়েছে মাল অঞ্চলের এই গরীব পরিবার টি। বড় হয়ে উচ্চশিক্ষায় যেতে চায় অয়ন। করোনা র জেরে পরিবারের সামান্য রোজগার বন্ধ হওয়ায় নিজেই ডিম বেচতে রাস্তায় বসেছিলো সে। মন্ত্রীর আশ্বাসে আবার ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করছে অয়ন। সামনে বহু পথ পেরনোর স্বপ্ন।Sourav Guha
Published by:Elina Datta
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।