#চেন্নাই: করোনায় মৃতের তালিকা থেকে প্রায় ২০০জনের নামে বাদ পড়েছে! এই নিয়ে চাপানউতোর শুরু হয়েছে চেন্নাইয়ে৷ এদের সকলের করোনায় মৃত্যু হয়েছে এমন দাবি উঠলেও, সরকারি হিসেবে এদের নাম না থাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে৷ কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছে তামিলনাড়ু সরকার৷
বুধবারের রিপোর্ট অনুযায়ী তামিলনাড়ুতে এখনও পর্যন্ত ৩২৬ জনের মৃত্যু হয়েছে করোনায় যার মধ্যে ২৬০ জন চেন্নাই থেকে৷ প্রতিদিন নিয়ম করে চেন্নাই কর্পোরেশন থেকে সরকারের হিসেবের খাতায় এই নম্বরগুলি পাঠানোর কোনও বন্দোবস্ত নেই, সেই কারণে এমন গন্ডগোল বলে দাবি এক আধিকারিকের৷
করোনায় মৃতের হার কম দেখানো বা তথ্য গোপন করার অভিযোগ উড়িয়ে দিয়ে তামিলনাড়ুর স্বাস্থ্য সচিব জানাচ্ছেন যে এটা কোনও রকমভাবে সম্ভব নয়৷ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানান যে ইতিমধ্যেই ৯ সদস্যের এক দল পুরো ঘটনা খতিয়ে দেখছে৷ তদন্ত হচ্ছে৷ 'আমরা নম্বর লুকোতে চাই না, সেটা সম্ভবও নয়৷ সঠিক তথ্যের জন্য প্রতিদিন সরকারি এবং বেসরকারি হাসপাতাল থেকে হিসেব নেওয়া হচ্ছে৷ এখন যেহেতু ২০০ জন মৃতের হিসেব গরমিল রয়েছে, তাই তদন্ত হবে', জানিয়েছেন তামিল নাড়ুর স্বাস্থ্য সচিব বিলা রাজেশ৷
করোনা ও পরবর্তীতে লকডাউনের জন্য কর্মী সংখ্যা কম৷ তাই ঠিক মতো জন্ম ও মৃত্যুর রেজিস্ট্রি আপডেট করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন এক সরকারি আধিকারিক৷ এছাড়াও যারা রয়েছেন, তাদের ১০০০টি কন্টেইনমেন্ট জোন সামলাতে হচ্ছে বলে জানা গিয়েছে৷ তিনি আরও বলছেন যে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর তথ্য একত্রিত করতে কিছুটা সময় লাগছে৷ সে কারণে হয়তো সংখ্যায় এই 'ভুল' হতে পারে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID19