#উত্তরপ্রদেশ : সুপ্রিম কোর্টে স্বস্তি পেল যোগী সরকার৷ আপাতত উত্তরপ্রদেশের পাঁচ শহরে লকডাউন হচ্ছে না ৷ কোভিড সাংঘাতিক বেড়ে যাওয়ায় সোমবারই উত্তরপ্রদেশের পাঁচ শহরে লকডাউন ঘোষণা করার নির্দেশ দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট ৷ এলাহাবাদ হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল যোগী আদিত্যনাথের সরকার৷ তার শুনানিতে এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে এখন স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত ৷
দ্রুত হারে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এলাহাবাদ হাইকোর্ট উত্তরপ্রদেশের পাঁচ শহর- লখনউ, প্রয়াগরাজ, বারাণসী, কানপুর ও গোরক্ষপুরে লকডাউন জারি করার কথা বলেছিল ৷ মঙ্গলবার থেকে ২৬ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করতে নির্দেশ দেওয়া হয়েছিল ৷ তবে সেই নির্দেশ মানতে রাজি নয় বলে জানিয়েছিল উত্তরপ্রদেশ সরকার৷ যোগী সরকারের বক্তব্য ছিল, "আমাদের রাজ্যে বিশেষত লখনউ, প্রয়াগরাজ, বারাণসী, কানপুর ও গোরক্ষপুরে আমাদের স্বাস্থ্য পরিকাঠামো অতিমারি মোকাবিলায় প্রস্তুত রয়েছে ৷ যাবতীয় পদক্ষেপ যথাযথভাবে নেওয়া হয়েছে৷ লকডাউনের এখনিই প্রয়োজন নেই।" এই মর্মেই রাজ্যে লকডাউন জারি করবে না বলে জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় যোগী সরকার৷
Supreme Court stays yesterday's Allahabad High Court order, imposing lockdown in five cities in Uttar Pradesh. pic.twitter.com/WJIzR5FxYH
— ANI (@ANI) April 20, 2021
প্রসঙ্গত, সোমবার উত্তরপ্রদেশে নতুন করে করোনায় আক্রান্ত হন ৩০,০০০ মানুষ ৷ কোভিড রুখতে ধারাবাহিকভাবে নানা পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে আদালত ৷ সব ধর্মীয় প্রতিষ্ঠান ও কর্মসুচি বন্ধ করা, শপিং মল বন্ধ করার মতো নানা নির্দেশ দেওয়া হয়৷ বন্ধ করতে বলা হয় সরকারি বেসরকারি সব অফিসও ৷ তবে স্বাস্থ্য পরিষেবা, শিল্প ও বিজ্ঞান ক্ষেত্র এবং নিত্য প্রয়োজনীয় পরিষেবা বাদ রাখতে বলা হয়েছিল ৷
উল্লেখ্য, গত বেশ কয়েকদিন ধরেই দেশে করোনা আক্রান্তের গ্রাফ ঊর্ধ্বমুখী। চলতি বছর ৫ এপ্রিল প্রথমবার ভারতে দৈনিক সংক্রমণ এক লক্ষের গণ্ডি পেরিয়েছিল। আর সপ্তাহখানেকের মধ্যেই তা ২ লক্ষ টপকে যায়। সোমবার স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছিল করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৭৩ হাজারের থেকেও বেশি। কিন্তু মঙ্গলবার সেই তুলনায় অনেকটা কমল সংক্রমণ। সাম্প্রতিক অতীত এই প্রথম দৈনিক গ্রাফ নিম্নমুখী। তবে লাফিয়ে বাড়ল মৃতের সংখ্যা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona. COVID 19, Supreme Court, UP Chief Minister Yogi Adityanath