NRS-এ নিয়ম লঙ্ঘন, নির্দিষ্ট নিয়ম না মেনেই আইসোলেশনে ঢুকছেন সুপার-স্টাফরা

করোনা সন্দেহে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি আর আহমেদ ডেন্টাল কলেজের ২ ছাত্রী

করোনা সন্দেহে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি আর আহমেদ ডেন্টাল কলেজের ২ ছাত্রী

  • Share this:

    #কলকাতা: নিয়ম ভাঙলেন খোদ হাসপাতাল সুপার। NRS-এ নিয়ম লঙ্ঘন একাধিক আধিকারিকের, নিয়ম লঙ্ঘন নার্সিং স্টাফদেরও। সঠিক পোশাক, মাস্ক না পড়েই আইসোলেশনে ! আইসোলেশনে ঢোকার নির্দিষ্ট নিয়ম আছে,তা না মেনেই আইসোলেশনে সুপার-স্টাফরা।

    করোনা সন্দেহে

    Published by:Rukmini Mazumder
    First published: