corona virus btn
corona virus btn
Loading

করোনা দূর করতে ট্রাম্পের ‘নিদান’, নিউইয়র্কে ডেটল, লাইজল, ব্লিচ খেয়ে নিলেন ৩০ জন!

করোনা দূর করতে ট্রাম্পের ‘নিদান’, নিউইয়র্কে ডেটল, লাইজল, ব্লিচ খেয়ে নিলেন ৩০ জন!

কখনও সূর্যরশ্মি বা কখনও শরীরে জীবানুনাশক ইনজেক্ট। করোনা মোকাবিলায় একের পর এক নিদান দিয়ে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

  • Share this:

#ওয়াশিংটন: করোনা সংক্রমণের দাপটে নাজেহাল আমেরিকা ৷ এরই মাঝে করোনা ঠেকাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার হোয়াইট হাউসে নিদান দিয়ে বসেন, রোগীকে জীবাণুনাশকের ইঞ্জেকশন দিলে হয়ত করোনা সেরে যাবে ৷ পাশাপাশি করোনা রোগীকে সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মির নীচেও রাখার কথা বলেন ৷ ট্রাম্পের এহেন পরামর্শের পরই নিউইয়র্কে disinfectant অর্থাৎ জীবাণুনাশকের বিক্রি বেড়ে গিয়েছে ৷ একইসঙ্গে গত ১৮ ঘণ্টায় ৩০ জনেরও বেশি মানুষের ব্লিচ, ডেটল, লাইজলের মতো জিনিস খেয়ে অসুস্থ হয়ে পড়ার ঘটনা সামনে এসেছে ৷

কখনও সূর্যরশ্মি বা কখনও শরীরে জীবানুনাশক ইনজেক্ট। করোনা মোকাবিলায় একের পর এক নিদান দিয়ে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, বিতর্কের মাঝে পড়ে এদিন জীবাণুনাশক নিয়ে করা মন্তব্যে পিছু হটলেন ৷ সাংবাদিকদের প্রশ্নে বলেন, জীবাণুনাশকের বিষয়টি তিনি নাকি নিছকই মজার ছলে বলেছিলেন।

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসে দাঁড়িয়ে মন্তব্য করেছিলেন, আমরা যেমন জীবাণুনাশক দিয়ে ঘর পরিষ্কার করি, তেমন কি শরীরে জীবাণুনাশক প্রবেশ করিয়ে ফুসফুস সাফ করা যায় না? এনওয়াই ডেলি নিউজের রিপোর্ট অনুযায়ী, ট্রাম্পের এমন মন্তব্যের পর ওয়াশিংটনের পয়জন কন্ট্রোল সেন্টারের কাছে ৩০টিরও বেশি কেস এসেছে যেখানে ব্যক্তি ব্লিচ, লাইজল বা ডেটলের মতো জীবাণুনাশক খেয়ে নিয়েছে ৷ যদিও এর মধ্যে কারোই মৃত্যু হয়নি বলে খবর ৷ বেশিরভাগ জনই ঘরের মেঝে পরিষ্কারের লাইজল খেয়ে ফেলেছেন ৷

এমন ঘটনায় তড়িঘড়ি ডেটল ও লাইজল প্রস্তুতকারক সংস্থা Reckitt Benckiser-RBGLY বিবৃতি প্রকাশ করে ক্রেতাদের তাদের জীবাণুনাশক পণ্য সেবন না করার আবেদন জানিয়েছেন ৷ একইসঙ্গে এই জিনিসগুলি যে মানুষের পানের অযোগ্য এবং তা শরীরের পক্ষে ক্ষতিকর তা আরও একবার স্পষ্ট করেছে এই জীবানুনাশক প্রস্তুতকারক সংস্থাগুলি ৷ তাদের দাবি, প্রেসিডেন্টের মন্তব্যকে বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় অনেক ভুল তথ্য ছড়াচ্ছে ৷ সে ব্যাপারেও সাবধান করা হয়েছে বিবৃতিতে ৷

Published by: Elina Datta
First published: April 25, 2020, 5:50 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर