#উত্তর ২৪ পরগণা: শনিবার থেকে উত্তর দমদম পুরসভার ৩৪টি ওয়ার্ডেই শুরু হচ্ছে কড়া লকডাউন৷ আগামী সাত দিনের জন্য লকডাউন জারি থাকবে উত্তর দমদম পুর এলাকায়৷ ২৪ জুলাই রাত ১২টা পর্যন্ত চলবে লকডাউন৷
জানা গিয়েছে, শনিবার ভোর ৬টা থেকে লকডাউন শুরু হবে৷ উত্তর দমদম পুরসভার ৩৪টি ওয়ার্ডেই লকডাউন জারি হবে৷ শুধুমাত্র ওষুধ এবং দুধের মতো জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত দোকানগুলি চালু থাকবে৷
সংক্রমণ নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ নিচ্ছে পুলিশ এবং প্রশাসনও৷ মাস্ক ছাড়া কেউ বাইরে বেরোলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে৷ নির্দিষ্ট অর্ডারের ভিত্তিতে মুদি দোকান থেকে হোম ডেলিভারি করা হবে বলে জানা গিয়েছে৷
এর আগে উত্তর দমদমের মতোই বারাসত, মধ্যমগ্রাম পুর এলাকাগুলিতেও আংশিক লকডাউনের নির্দেশ জারি করা হয়৷ রাজ্যে যেভাবে সংক্রমণ বাড়ছে, তাতে বহু জায়গাতেই কন্টেনমেন্ট জোনের বাইরেও পুর এলাকাগুলিতে নতুন করে লকডাউন ঘোষণা করা হচ্ছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Lockdown