#কলকাতা: রাজ্যেও প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা৷ এই পরিস্থিতিতে সময় থাকতেই সতর্ক হয়ে রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ আটকাতে সচেষ্ট রাজ্য প্রশাসন৷ নবান্ন থেকে এ দিন যে নির্দেশিকা জারি করা হয়েছে, তাতে আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্য সরকারি অফিসগুলিতে ফিরতে চলেছে ৫০ শতাংশ হাজিরার নিয়ম৷
এ দিন নবান্নের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে, তাতে এই প্রস্তাবের কথাই বলা হয়েছে৷ লকডাউনের পর গত অক্টোবর মাসে ৫০ শতাংশ কর্মী নিয়ে সরকারি অফিসগুলিতে কাজ চালানো হয়েছিল৷ করোনা সংক্রমণ বাড়তে থাকায় ফের সেই নির্দেশই বলবৎ করতে চলেছে রাজ্য৷ একই সঙ্গে করোনা পরিস্থিতির উপর নজরদারির জন্য গত বছর যে কমিটিগুলি চালু করা হয়েছিল, সেগুলিকে ফের সক্রিয় করার কথাও বলা হয়েছে৷ তৈরি থাকতে হয়েছে সরকারি হাসপাতালগুলিকেও৷ এমন কি প্রয়োজনে আগের মতোই কন্টেইনমেন্ট জোন ঘোষণা করেও সংক্রমণ নিয়ন্ত্রণের পথে হাঁটতে পারে রাজ্য সরকার৷
গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে নতুন করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৭৮৩৷ মৃত্যু হয়েছে ৭ জনের৷ গত কয়েক দিন ধরেই রাজ্যে সংক্রমণের হার ঊর্ধ্বমুখী৷ রাজ্যে নির্বাচন চলায় যেভাবে স্বাস্থ্য উপেক্ষিত হচ্ছ, এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের৷ ইতিমধ্যেই মহারাষ্ট্র, পঞ্জাব, ছত্তীসগড়ের মতো রাজ্যগুলিতে করোনার দ্বিতীয় ধাক্কা মারাত্মক রূপ ধারণ করেছে৷ ফলে এখন থেকেই সতর্ক হতে চাইছে রাজ্য প্রশাসন৷
এ দিন করোনা পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেই বৈঠকেও অন্যান্য স্বাস্থ্যবিধির সঙ্গে নাইট কারফিউ জারি করার পরামর্শ দেওয়া হয়েছে রাজ্যগুলিতে৷ তবে নতুন করে গোটা দেশে আর লকডাউন হবে না, সেই আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় সরকার৷
Somraj Bandopadhyayনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus