• Home
 • »
 • News
 • »
 • coronavirus-latest-news
 • »
 • #StayHome: এটাই সুযোগ, ঝটপট দেখে নিন এই সব সিরিজ-সিনেমা!

#StayHome: এটাই সুযোগ, ঝটপট দেখে নিন এই সব সিরিজ-সিনেমা!

করোনার জেরে ঘরবন্দি গোটা দেশ, গোটা শহর ৷ বেশিরভাগ অফিস চলছে বাড়ি থেকেই ৷

করোনার জেরে ঘরবন্দি গোটা দেশ, গোটা শহর ৷ বেশিরভাগ অফিস চলছে বাড়ি থেকেই ৷

করোনার জেরে ঘরবন্দি গোটা দেশ, গোটা শহর ৷ বেশিরভাগ অফিস চলছে বাড়ি থেকেই ৷

 • Share this:

  #কলকাতা: করোনার জেরে ঘরবন্দি গোটা দেশ, গোটা শহর ৷ বেশিরভাগ অফিস চলছে বাড়ি থেকেই ৷ পুরো ব্যাপারটা ঘিরেই মাঝে মধ্যে মানসিক চাপ ৷ অল্প-স্বল্প খারাপ লাগা ৷ ইশশ... কত দিন হলো বাড়ির বাইরে বের হই না, যাবতীয় ভাবনা চিন্তা মনের কোণায় ৷ আসুন না, এরকম না ভেবে অন্যরকম ভাবি? ঘরে থাকার যখন এতটা সময় পাওয়া গিয়েছে, আসুন না সেই সময়টাকে উপযুক্তভাবে কাটিয়ে দিই ৷ আরে হ্যাঁ, এটাই তো সুযোগ!

  অনেকদিন ধরে নেটফ্লিক্সে কোনও একটা সিরিজ দেখবেন বলে ভেবেছিলেন বা হয়তো সেই সিরিজের হাফ দেখা হয়েছে ৷ এটাই তো সময়, কাজের ফাঁকে অল্প সময় নিয়ে শেষ করুন সিরিজ ৷ ভাবছেন কোন সিরিজ দেখবেন? তার জন্যই তো এই লেখা...

  Netflix: সিরিজের ব্যাপারে নেটফ্লিক্স তো একেবারে খাজানা ৷ নেটফ্লিক্স খুললেই সামনে চলে আসবে, দেশি-বিদেশি দারুণ দারুণ সব সিরিজ ৷ আসুন বাছাই করে নেওয়া যাক৷

  ‘She’: খুব সম্প্রতিই নেটফ্লিক্সে এসেছে নতুন এক হিন্দি সিরিজ ‘সি’ অর্থাৎ ‘She’ ৷ পরিচালক ইমতিয়াজ আলির স্ক্রিপ্টে তৈরি এই সিরিজ ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে৷ এক লেডি পুলিশ অফিসার কীভাবে এক ক্রিমিনালকে ধরার জন্য দেহ ব্যবসার সঙ্গে যুক্ত হন, সেই গল্পই ফুটে উঠেছে এই সিরিজে ৷ সিরিজটি খুবই বোল্ড ৷ নতুন অভিনেতাদের অভিনয় নজর কেড়েছে ৷ দেখতে পারেন...

  Guilty- কিয়ারা আডবানি অভিনীত ‘গিলটি’ সিরিজ ইতিমধ্যেই জনপ্রিয় ৷ সমালোচকরা বলছেন ‘মি টু’ ক্যাম্পেনকে কেন্দ্রে করে তৈরি হওয়া এই সিরিজ খুবই বোল্ড এবং দারুণ ৷ যারা মূলত, থ্রিলার পছন্দ করেন, তাঁদের এই সিরিজ ভালো লাগবে ৷

  Jamtara: অনলাইনে টাকা তছরুপ ! গোটা বিশ্ব এখন এই সমস্যার সম্মুখীন ৷ এরকমই এক গল্পকে নিয়ে তৈরি জামতারা ৷ বিহারের এই জায়গা থেকেই সর্বাধিক তছরুপ হয় বর্তমানে ৷ অত্যন্ত ভালোভাবে এই তৈরি এই সিরিজ শুধু বিনোদন দেবে না ৷ আপনার চোখও খুলে দেবে ৷

  Delhi Crime: নির্ভয়ার দোষীদের ফাঁসি হয়েছে ৷ প্রায় ৭ বছর ধরে চলা এই মামলার অবশেষে নিস্পত্তি ৷ ঠিক কী ঘটেছিল নির্ভয়ার সঙ্গে ? কীভাবে দোষীরা পুলিশের হেফাজতে আসে? তা নিয়ে এই সিরিজ ৷ এটি বেশ কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল নেটফ্লিক্সে ৷ তবে আবার এটি দেখাই যায় ৷

  বিদেশি সিরিজের মধ্যে অবশ্যই দেখুন ফ্রেন্ডসের নতুন এপিসোড ৷ দেখতে পারেন কোরিয়ান ক্রাইম ড্রামা ‘সিগনাল’ ৷ এছাড়াও বলিউডের বেশ কিছু নতুন ছবি এসেছে নেটফ্লিক্সে ৷ দেখতে পারেন সেগুলোও৷

  Amaxone Prime নেটফ্লিক্সের মতো অ্যামাজন প্রাইমেও রয়েছে প্রচুর অপশন ৷ দেখতে পারেন ফ্যামিলি ম্যান, ব্রেথ, ব্রেকিং ব্যাড, ব্যাড বয়েজের মতো সিরিজ ৷ তবে সিনেমার ক্ষেত্রে বরাবরই নেটফ্লিক্সের থেকে এগিয়ে অ্যামাজন৷ তাই বেশ কিছু নতুন বলিউডি ও হলিউডি ছবি দেখতে পারেন অ্যামাজন প্রাইমে ৷

  Published by:Akash Misra
  First published: