#কাঁথি: করোনার জন্য জরুরী ত্রাণ তহবিল গঠন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেই তহবিলেই বড় অঙ্কের টাকা দিলেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। দিলেন ১ কোটি ৬০ লক্ষ টাকা। তিনি যে তিনটি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান, সেই তিনটি ব্যাঙ্ক - কন্টাই সমবায়, বিদ্যাসাগর সেন্ট্রাল আর কন্টাই কার্ড ব্যাঙ্ক থেকে ৫০ লক্ষ করে টাকা দিলেন। এর পাশাপাশি বিধায়ক ও মন্ত্রী হিসেবে যে বেতন পান, তার থেকে ১০ লক্ষ টাকাও তুলে দিলেন মুখ্যমন্ত্রীর করোনা ত্রাণ তহবিলে।
এছাড়াও লকডাউনের কারণে ভিন রাজ্যে আটকে পড়া এরাজ্যের শ্রমিকদের জন্যও আর্থিক সাহায্য করেন তিনি৷ এর পাশাপাশি শিল্পাঞ্চল হলদিয়ায় আটকে পড়া ভিন রাজ্য থেকে আসা শয়ে শয়ে শ্রমিকদের জন্য দুবেলার খাওয়ার ব্যবস্থা করেছেন শুভেন্দু অধিকারী৷ য লকডাউন যতদিন চলবে, ধারাবাহিকভাবেই এইসব সাহায্য সহযোগিতা চালু থাকবে বলে মন্ত্রী জানান।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।