#কলকাতা: ফের রাজ্যে লকডাউনের তালিকায় আমূল বদল । নতুন তারিখ ঘোষণা করা হল নবান্নের তরফে। বিভিন্ন সম্প্রদায়ের অনুরোধে দিন বদল করা হয়েছে বলে জানা গিয়েছে নবান্নের তরফে ।
নতুন তালিকা অনুযায়ী রাজ্যে পূর্ণ লকডাউন হবে ৫, ৮, ২০ অগাস্ট এবং ২১, ২৭, ২৮, ৩১ অগাস্ট লকডাউন। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করতে ৩১ অগাস্ট পর্যন্ত রাজ্যে আংশিক লকডাউন বাড়ানোর কথা ঘোষণা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
গত মঙ্গলবার সেই তালিকা প্রকাশ করা হয়েছিল। তবে বিভিন্ন কারণে বারবারই সেই তালিকার বদল করা হয়ছিল । পরে চূড়ান্ত তালিকায় জানানো হয়, অগাস্টে মোট ৯ দিন লকডাউন হবে রাজ্যে । ৫ (বুধবার), ৮ (শনিবার), ৯ অগাস্ট (রবিবার), ১৬ (রবিবার), ১৭ অগাস্ট (সোমবার), ২৩ (রবিবার), ২৪ অগাস্ট (সোমবার) ও ৩১ অগাস্ট (সোমবার) লকডাউন হওযার কথা ছিল ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।