Home /News /coronavirus-latest-news /
বাবাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব ওড়ালেন এস পি বালাসুব্রহ্মণ্যমের ছেলে! তিনি যা বলছেন...

বাবাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব ওড়ালেন এস পি বালাসুব্রহ্মণ্যমের ছেলে! তিনি যা বলছেন...

sp-balasubramanian

sp-balasubramanian

তবে এর ভিত্তিতে কিছু লোকে খবর ছড়িয়ে দিতে শুরু করেন যে, বালাসুব্রহ্মণ্যমের কোভিড পরীক্ষা নেগেটিভ এসেছে। এখনও অবধি রজনীকান্তসহ অনেক বড় বড় ব্যক্তিত্ব বালাসুব্রহ্মণ্যমের সুস্থতা কামনা করে প্রার্থনা করেছেন।

 • Share this:

  #মুম্বই: বিশিষ্ট গায়ক এস পি বালাসুব্রহ্মণ্যম এখনও করোনার করাল ছায়া থেকে বেরতে পারেননি৷ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে রটে যাওয়া গুজব ওড়ালেন ছেলে, বললেন বাবার করোনা রিপোর্ট এখনও নেগেটিভ আসেনি৷ এখনও বিশিষ্ট এই গায়ক হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তাঁর চিকিৎসা চলছে। তিনি এখনও করোনা কাটিয়ে উঠতে পারেননি বলেই স্পষ্ট করেছেন ছেলে।

  বাবার শারীরিক অবস্থার কথা জানাতে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি৷ তিনি বলেছেন যে এই সময়ে তিনিই একমাত্র মেডিকেল টিমের সঙ্গেই আলোচনা করার পরে মিডিয়া এবং অন্যান্যদের তাঁর বাবার স্বাস্থ্য সম্পর্কে অবহিত করবেন। কিন্তু নিয়মিত উড়ে আসা গুজবের কারণে এই ভিডিওটি পোস্ট করতে বাধ্য হয়েছেন এস পির ছেলে৷ কারণ এস পি বালাসুব্রহ্মণ্যম এখনও লাইফ সাপোর্ট সিস্টেমে রয়েছেন। ভেন্টিলেটারে তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে তিনি এখনও করোনা মুক্ত নন৷

  এর আগে বাবার শারীরিক অবস্থার কথা নিজের ফেসবুক পেজে জানিয়েছিলেন তিনি৷ এস পিকে এমজিএম হাসপাতালের ষষ্ঠ তলায় স্থানান্তরিত করা হয়েছে। তবে করোনায় সংক্রমিত গায়ক এসপি বালাসুব্রহ্মণ্যম এখন আগের চেয়ে আরও সহজে শ্বাস নিতে সক্ষম হয়েছেন বলে জানা গিয়েছে।

  তবে এর ভিত্তিতে কিছু লোকে খবর ছড়িয়ে দিতে শুরু করেন যে, বালাসুব্রহ্মণ্যমের কোভিড পরীক্ষা নেগেটিভ এসেছে। এখনও অবধি রজনীকান্তসহ অনেক বড় বড় ব্যক্তিত্ব বালাসুব্রহ্মণ্যমের সুস্থতা কামনা করে প্রার্থনা করেছেন।

  বালাসুব্রহ্মণ্যম, এসপিবি বা বালু নামেও পরিচিত। নিজের কেরিয়ারে বিভিন্ন ভাষায় প্রায় চল্লিশ হাজার গান গেয়েছেন। এসপি বালাসুব্রহ্মণ্যমে ১৯৪৬ সালে অন্ধ্র প্রদেশে জন্মগ্রহণ করেন।

  বালাসুব্রহ্মণ্যম শৈশব থেকেই সঙ্গীতের প্রতি অনুরাগী। ১৯৬৬ সালে প্রথম তেলেগু ছবিতে গান করেন তিনি। ১৯৮৯ সালে ম্যায়নে প্যায়ার কিয়ার একটি গান 'দিল দেওয়ানা বিন সাজনা কে মন না' এর জন্য তিনি সেরা পুরুষ প্লেব্যাক সিঙ্গার পুরস্কার পেয়েছিলেন। ১২ ঘন্টায় টানা ২১ টি গান করার রেকর্ডটি রয়েছে তাঁর।

  দক্ষিণী ছবি থেকে বলিউড ৷ এস পি বালাসুব্রহ্মণ্যমের গান সঙ্গীতপ্রেমীদের কাছে প্রথম থেকেই সমাদর পেয়েছে ৷ বলিউডের বেশ কিছু নায়ক তো তাঁদের জন্য বেছেই নিয়েছেন এস পি বালাসুব্রহ্মণ্যমকে ৷ যার মধ্যে সলমন খান একেবারে ওপরের তালিকায় ৷ এসপির গাওয়া, 'মেরে জীবন সাথী', 'হাম আপকে হ্যায় কন', 'রূপ সুহানা লাগতা হ্যায়', 'পেহলা পেহলা পেয়ার হ্যায়', 'হাম বনে তুম বনে এক দুজে কে লিয়ে,'র মতো অসংখ্য গান রয়েছে, যা সর্বকালের সেরা হয়েই থেকে যাবে মানুষের মনে। সকলেই এখন এই গায়কের সুস্থতা কামনা করছেন।

  Published by:Pooja Basu
  First published:

  Tags: Coronavirus, SP Balasubramanian

  পরবর্তী খবর