হোম /খবর /খেলা /
প্রয়োজনে ইডেনে হোক কোয়ারেন্টাইন সেন্টার, মুখ্যমন্ত্রীকে প্রস্তাব সৌরভের

প্রয়োজনে ইডেনে হোক কোয়ারেন্টাইন সেন্টার, করোনা যুদ্ধে মুখ্যমন্ত্রীকে সাহায্যের আশ্বাস সৌরভের

২০০৮ সালে আইপিএল-এর উদ্বোধনী মরসুমে কেকেআর অধিনায়ক হন সৌরভ৷ কিন্তু ৬ নম্বরে শেষ করে শাহরুখ খানের দল৷ ২০০৯-এ কোচ জন বুকানন দলে একাধিক অধিনায়ক বাছাই করেন৷ ২০১০ সালে ফের অধিনায়কের পূর্ণ দায়িত্ব পান সৌরভ৷ কিন্তু সাফল্য পায়নি কেকেআর৷ ২০১১ সালে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পান গৌতম গম্ভীর৷

২০০৮ সালে আইপিএল-এর উদ্বোধনী মরসুমে কেকেআর অধিনায়ক হন সৌরভ৷ কিন্তু ৬ নম্বরে শেষ করে শাহরুখ খানের দল৷ ২০০৯-এ কোচ জন বুকানন দলে একাধিক অধিনায়ক বাছাই করেন৷ ২০১০ সালে ফের অধিনায়কের পূর্ণ দায়িত্ব পান সৌরভ৷ কিন্তু সাফল্য পায়নি কেকেআর৷ ২০১১ সালে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পান গৌতম গম্ভীর৷

সৌরভ বলেন, রাজ্য সরকার যদি মনে করে, তাহলে ইডেন গার্ডেন্সের পরিকাঠামো ব্যবহার করা যেতেই পারে করোনা ভাইরাসের মোকাবিলায়।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: মারণ করোনা ভাইরাস নিয়ে আতঙ্কে এখন গোটা বিশ্ব ৷ ভারতেও দ্রুত ছড়াচ্ছে এই ভাইরাস ৷ তবে করোনাকে যাতে এদেশে স্টেজ-২-তেই আটকে রাখা যায়, তার জন্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছে সব রাজ্যের সরকারগুলিও ৷ কলকাতাতেও করোনা সংক্রমণের সংখ্যা ক্রমেই বাড়ছে ৷ ইতিমধ্যেই মৃত্যু হয়েছে এক জনের ৷

কলকাতা মেডিকেল কলেজের পাশাপাশি হাওড়ার ডুমুরজোলা স্টেডিয়ামকেও রাতারাতি কোয়ারেন্টাইন সেন্টারে পরিণত করা হয়েছে ৷ এবার এই কাজে মুখ্যমন্ত্রীকে সব রকম সাহায্যের আশ্বাস দিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়েও ৷ তিনি জানিয়েছেন, প্রয়োজনে ইডেনকেও ব্যবহার করা হোক কোয়ারেন্টাইন সেন্টারের জন্য ৷

সৌরভ বলেন, রাজ্য সরকার যদি মনে করে, তাহলে ইডেনের পরিকাঠামো ব্যবহার করা যেতেই পারে করোনা ভাইরাসের মোকাবিলায়। প্রয়োজনে ইডেনের ডরমেটারিও ব্যবহার করা যেতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি এই প্রস্তাব দিয়েছেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রয়োজন মনে করেন, সৌরভের প্রস্তাব গ্রহণ করতে পারেন।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Coronavirus, Eden Gardens, Sourav Ganguly