হোম /খবর /বিনোদন /
'আইফোন চাই,' সোনু সুদকে ট্যুইট ব্যক্তির, অভিনেতার উত্তরে হেসে খুন নেটিজেনরা

'আইফোন চাই,' সোনু সুদকে ট্যুইট ব্যক্তির, অভিনেতার উত্তরে হেসে খুন নেটিজেনরা

সোনু সুদ ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷

সোনু সুদ ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷

লকডাউনে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরিয়ে মানবিকতার নজির স্থাপন করেছিলেন সোনু সুদ, সব সময়েই অসহায়দের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: প্রতিদিনই সোশ্যাল মিডিয়ার চর্চায় নতুন করে আবিষ্কৃত হচ্ছেন বলিউডের অভিনেতা সোনু সুদ ৷ করোনা সঙ্কটে অসহায়দের পাশে দাঁড়িয়ে এক অনন্য নজির সৃষ্টি করেছেন তিনি ৷ শুধু পরিযায়ী শ্রমিকই নন, অসুবিধায় থাকা বহু মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন তাঁদের প্রয়োজনকে প্রাধান্য দিয়েই ৷ সোনু সুদ ট্যুইটারে সর্বদা অ্যাক্টিভ থাকেন ৷ প্রতিটি অসহায় মানুষ যাঁরা সাহায্য প্রার্থনা করেন সবাইকেই জবাব দেন তিনি ৷

অনেকেই মজা করেও তাঁদের দাবি দাওয়া রাখেন সোনু কাছে ৷ এমনই এক ঘটনা প্রকাশ্যে এসেছে এক ব্যক্তি সোনু সুদের কাছে আইফোন চান ট্যুইটারে ৷ সোনু সুদও রীতিমত তাঁকে মজা করে জবাব দিয়েছেন, যা শুনে কথা বন্ধ হয়ে গিয়েছে ওই ব্যক্তির কথা ৷ সোনু সুদকে ট্যাগ করে এক বক্তি আইফোন দাবি করেছেন ৷

এর আগেও তিনি ট্যুইট করে সোনু সুদকে ট্যাগ করেছিলেন ৷ আইফোনের আব্দারে তিনি ট্যুইট করেছেন লিখেছেন,  'স্যর আমার অ্যাপেল আইফোন চাই, আমি আপনাকে ২০ বার ট্যুইট করেছি ৷' সোনু সুদ উত্তরে জানিয়েছেন 'আমারও আইফোন চাই . . .এর জন্য ২১ বার ট্যুইট করতে পারি ৷' অসহায় মানুষকে সব সময়েই সাহায্য করার জন্য প্রস্তুত থাকেন সোনু ৷ এই জন্যই ঘরে বাইরে সমান ভাবে প্রশংসিত বলিউডের ছেদি সিং ৷

Published by:Arjun Neogi
First published:

Tags: Sonu Sood